টুকরো খবর

একটি সিংহ ছানাকে দত্তক নিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি-মুন। আন্তর্জাতিক পশুপাচারের বিরুদ্ধে প্রচার করতেই তিনি ওই সিংহের ছানাটিকে দত্তক নিয়েছেন বলে জানিয়েছেন। মহাসচিব আরও বলেন, “প্রকৃতির কোলে মানুষ ও পশু-পাখি উভয়েরই শান্তিতে সহাবস্থান করা উচিত।”

Advertisement
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৪ ০২:১৫
Share:

সিংহছানাকে দত্তক

Advertisement

সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

একটি সিংহ ছানাকে দত্তক নিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি-মুন। আন্তর্জাতিক পশুপাচারের বিরুদ্ধে প্রচার করতেই তিনি ওই সিংহের ছানাটিকে দত্তক নিয়েছেন বলে জানিয়েছেন। মহাসচিব আরও বলেন, “প্রকৃতির কোলে মানুষ ও পশু-পাখি উভয়েরই শান্তিতে সহাবস্থান করা উচিত।”

Advertisement

কাঁঠাল খেল দাঁতাল

ফের গ্রামে ঢুকে কাঁঠাল খেল দাঁতাল। মঙ্গলবার রাত সাড়ে দশটা। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে বাইরে যেন কীসের শব্দ। জানলা খুলেই চমকে ওঠেন বাড়ির কর্তা। দেখেন, উঠোনে একটা দাঁতাল শুঁড় বাগিয়ে গাছ থেকে কাঁঠাল পেড়ে খাচ্ছে। সপ্তাহ দুয়েক আগেও দাঁতালটি শামুকলতার পানবাড়ির বাসিন্দা ঝুনু সরকারের উঠোনে দাঁড়িয়ে ৫০টি কাঁঠাল খেয়ে গিয়েছিল। ফের উঠোনে দাঁতাল দেখে আতঙ্কে পরিবারের সকলে পেছন দরজা দিয়ে বেরিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। কাঁঠাল খাওয়া হলে দাঁতালটিও জঙ্গলের দিকে রওনা হয় বলে জানা গিয়েছে। ঝুনুবাবুর দাবি, একই দাঁতাল বারবার কাঠল খাওয়ার লোভে তাঁর উঠোনে চলে আসছে। সহকারী ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, হাতির হানা রুখতে পদক্ষেপ করা হচ্ছে। ক্ষতিপূরণ দ্রুত দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

সর্পদষ্টের মৃত্যু

সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ডোমকল থানার সারাংপুর গ্রামে। মৃত ব্যাক্তির নাম নিলাম বক্স (৪৫)। শনিবার রাতে সারাংপুরে নিজের মাটির দাওয়ায় নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন নিলাম। সে সময় তাঁকে সাপে কাটলে সঙ্গে সঙ্গে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয়।

বৃষ্টিতে জবুথবু। দুর্গাপুরে ছবিটি তুলেছেন সব্যসাচী ইসলাম।

মধ্যাহ্নভোজ। বনগাঁয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement