গাছ বিক্রির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর
গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে মার খেলেন অভিযোগকারীরাই। সোমবার তেহট্টের ঘটনা। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ জানাতে তেহট্ট ১ ব্লক অফিসে যাচ্ছিলেন কংগ্রেস, বিজেপি ও সিপিএমের স্থানীয় নেতারা। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ তৃণমূলের লোকজন তাঁদের মারধর করে। স্থানীয় বিজেপি নেতা গণেশ রায় বলেন, “তৃণমূূলের ওই প্রধান কোনও টেন্ডার ছাড়াই বেআইনি ভাবে বেশ কিছু শিশু ও আকাশমনি গাছ কেটে বিক্রি করে দেয়। সেই বিষয় নিয়ে বিডিওকে অভিযোগ জানাতে যাওয়ার সময় তার দলবল নিয়ে আমাদের মারধর করে।” অভিযোগ অস্বীকার করে প্রধান নারায়ণ রায় বলেন, “আমি ওই গণ্ডগোলের মধ্যে ছিলাম না। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বরং ওরাই পঞ্চায়েতে এসে আসবাবপত্র, পাখা ভাঙচুর করে।” পুলিশ জানিয়েছে উভয় পক্ষই অভিযোগ জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিডিও জাহাঙ্গির মল্লিক।
জেলায় ২৫ লক্ষ চারা বিলোবে বন দফতর
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
অরণ্য সপ্তাহে কোচবিহার জেলায় ২৫ লক্ষ চারা গাছ বিলি করবে বন দফতর। সোমবার কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, কোচবিহারে সবুজায়ন বাড়াতে ২৫ লক্ষ চারা গাছ বিলির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ দিন উদ্যোক্তাদের তরফে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে।