Cap টুইটারে এই ছবিটি পোস্ট করেছে নাসা।
ছবিতে নাসার মঙ্গলযান কিউরিওসিটির ঠিক পিছনেই দেখা যাচ্ছে মাউন্ট সার্প পাহাড়। বিজ্ঞানীরা জানিয়েছেন, গত দু’মাস ধরে মঙ্গলের ওই এলাকাতেই খননকার্য চালাচ্ছে কিউরিওসিটি।