১৮টি হাতির দল বুধবার রাতে বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়ার দিক থেকে অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে পাহাড়মুখী হয়েও ফের তারা ঘাটবেড়াতে ঘাঁটি গেড়েছে। ওই রাতে তিলাই গ্রামের কাছে বেশ কিছু ধানের জমিও দলটি তছনছ করে। তারপর রাতেই পাশে বেড়সার দিকে গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। দলটি ফের নেমে এসে বেড়সার দিকে ঢুকে পড়ায় চিন্তা বেড়েছে দফতরের। বলরামপুরের রেঞ্জ অফিসার মানিক রায় বলেন, ‘‘কর্মীরা দলটিকে নজরে রেখেছে।’’