বাইশে শ্রাবণ উপলক্ষে আজ, শনিবার শহরে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে আরামবাগের ‘সবুজায়ন’ নামে একটি পরিবেশপ্রেমী সংস্থা। তারা জানিয়েছে, শহরের মূল রাস্তার দু’পাশে ফুল-সহ অন্যান্য গাছের চারা লাগানো হবে। শহরে প্লাস্টিক নিয়ন্ত্রণ ও সৌর-আলো ব্যবহার নিয়ে প্রচারও হবে।