মোষের গুঁতোয় মারা গেলেন স্বপন বাগদি (৪৫) নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি গলসির ভরতপুর গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মোষ স্বপনবাবুর পেটে গুঁতো মারে। গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।