ছবি: প্রকাশ পাল।
শুক্রবার সকালে গঙ্গায় স্নান করতে গিয়ে ভেসে আসা কচুরিপানার মধ্য থেকে মযূরটিকে উদ্ধার করেন শ্রীরামপুরের চাতরার বাসিন্দা প্রসেনজিৎ গোস্বামী। মযূরটির দু’টি পা-ই জখম। প্রসেনজিৎবাবু পশু চিকিৎসকদের সঙ্গে কথা বলে অসুস্থ পাখিটিকে দুধ এবং ওষুধ খাওয়ান। পরে বন দফতরে খবর দেন। বিকেলে বন দফতরের লোক এসে মযূরটিকে নিয়ে যান। তাঁদের অনুমান, পোলবার রাজহাট থেকে কোনও ভাবে বন্যার জলে ভেসে মযূরটি গঙ্গায় চলে এসেছিল।