সর্পদষ্ট হয়ে মারা গেলেন লাভলি ঘোষ (২২) নামে এক যুবতী। মৃতার বাড়ি, বুদবুদের কসবা চরমানা এলাকায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খড়ের গাদায় কাজ করার সময় লাভলির ডান হাতে সাপে ছোবল মারে। আজ, বুধবার বেলা ১১টা নাগাদ তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এ দিন দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়। সাপের কামড়েই মারা গিয়েছেন জুলেখা বিবি (৫০) নামে পূর্বস্থলীর বড়াল পাড়ার আরও এক মহিলা।