হাতি গেল জলদাপাড়ায়

অবশেষে সার্কাসের হাতিটিকে মালদহের গাজলের আদিনা ডিয়ার ফরেস্ট থেকে পাঠানো হল জলদাপাড়া অভয়ারণ্যে। মঙ্গলবার দুপুরে বন দফতরের উদ্যোগে আদালতের নির্দেশে ট্রাকে করে হাতিটিকে জলদাপাড়া জঙ্গলে পাঠানো হয়।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০২:১৮
Share:

অবশেষে সার্কাসের হাতিটিকে মালদহের গাজলের আদিনা ডিয়ার ফরেস্ট থেকে পাঠানো হল জলদাপাড়া অভয়ারণ্যে। মঙ্গলবার দুপুরে বন দফতরের উদ্যোগে আদালতের নির্দেশে ট্রাকে করে হাতিটিকে জলদাপাড়া জঙ্গলে পাঠানো হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৭ মে গাজলের অনুষ্ঠিত হওয়া এক সার্কাস সংস্থার কাছ থেকে হাতিটিকে আটক করে বন দফতরের কর্তারা। অভিযোগ, হাতিটিকে ঠিক মতো দেখ ভাল করা হয় না। এমনকি সার্কাসে হাতিটির খেলা দেখানোর বৈধ্য কাগজ পত্রও ছিল না ।এই অভিযোগে সার্কাস সংস্থার এক ম্যানেজারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। মালদহের বন দফতরের জেলা আধিকারিক মিনাক্ষী প্রসাদ বলেন, ‘‘আদালতের নির্দেশে আমরা হাতিটিকে জলদাপাড়া অভয়রণ্যে পাঠিয়েছি। হাতির সঙ্গে একজন চিকিৎসক এবং একজন মাহুতকে পাঠানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement