—নিজস্ব চিত্র।
প্রায় ২৪ ঘণ্টা লড়াইয়ের পরে কব্জা করা গেল ১০ ফুট লম্বা কুমিরটিকে। মঙ্গলবার সন্ধ্যা থেকে চেষ্টা শুরু করেছিল বন দফতর, গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ এবং উত্তর সীতারামপুরের গ্রামবাসীরা। কয়েক দিন হল গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছিল কুমিরটি। সোমবার রাতে নজরে আসে। বুধবার শঙ্কর দাসের পুকুর থেকে তাকে জাল দিয়ে ধরা হয়। আপাতত কুমিরটিকে বন দফতরের জিম্মায় রাখা হয়েছে।