কনুইয়ের ত্বকে ঘষা বেশি লাগে। ফলে এই অংশের ত্বক শুষ্ক হয়ে যা। ভেসলিন লাগিয়ে নিলে শুষ্ক ভাব কমবে। ভেসলিন, চিনি ও লেবুর রস মিশিয়ে স্ক্রাবও করতে পারেন।
রাতে শোওয়ার আগে ভেসলিন লাগিয়ে শোওয়া অনেকেরই অভ্যাস। অনেকের আবার শীত কাল না এলে ভেসলিনের কথা মনেই পড়ে না। জানেন কি ত্বকের অনেক সমস্যার সমাধান যেমন করতে পারে ভেসলিন তেমনই সাজগোজেরও অনেক কাজে লাগে? জেনে নিন ভেসলিনের এক ডজন ব্যবহার।
আরও পড়ুন: যে ১০ ঘরের কাজ সহজ করবে পেট্রোলিয়াম জেলি