Hair

এ ভাবে শুকোলে ভাল থাকবে চুল

আপনি কি রোজ ড্রায়ার দিয়ে চুল শুকোন? সময়ের অভাবে অনেকেই আমরা ড্রায়ারের সাহায্য নিলেও এর ফলে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৮
Share:
০১ ০৬

আপনি কি রোজ ড্রায়ার দিয়ে চুল শুকোন? সময়ের অভাবে অনেকেই আমরা ড্রায়ারের সাহায্য নিলেও এর ফলে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। চুল শুকনোর সময় মেনে চলুন এগুলো। এতে সময় কম থাকলেও ভাল ভাবে শুকিয়ে যাবে চুল। স্বাস্থ্যও ভাল থাকবে চুলের।

০২ ০৬

তোয়ালের বদলে গামছা বা পাতলা কাপড় দিয়ে চুল মুছুন। এই সব কাপড়ের জল শোষণ করার ক্ষমতা বেশি থাকে। মোটা কাপড়ে ঘষা লেগে চুল রুক্ষ হওয়ার সম্ভাবনাও কম থাকে।

Advertisement
০৩ ০৬

যদি চুলে বেশি জট পড়ার প্রবণতা থাকে তা হলে চুল ৫০% শুকিয়ে গেলে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এতে হালকা জট ছেড়ে যাবে। ব্রাশ ব্যবহার করবেন না। এতে চুল ছিঁড়ে যাবে।

০৪ ০৬

কন্ডিশনার দু’রকম হয়। কোনওটা ভেজা চুলে লাগিয়ে ধুয়ে ফেলতে হয়, কোনওটা লাগিয়ে রেখে দিতে হয়। রেখে দিতে এ রকম কন্ডিশনার হালকা ভেজা চুলের ডগা থেকে গোড়া পর্যন্ত লাগান। দু’ফোঁটার বেশি কন্ডিশনার লাগাবেন না। তা হলে চুল শুকিয়ে যাওয়ার পরও পেতে থাকবে।

০৫ ০৬

চুল যদি খুব বেশি ওয়েভি বা ঢেউ খেলানো হয় তা হলে হালকা ভেজা অবস্থায় চুলের ডগায় সল্ট স্প্রে দিয়ে ব্রাশের সাহায্যে সেট করে নিন। হালকা ভেজা থাকা অবস্থায় চুল তুলে মাথার উপর খোঁপা করে বেঁধেও রাখতে পারেন। এতেও ডগা সেট হয়ে যাবে।

০৬ ০৬

ভেজা চুলে বার বার হাত দেবেন না। হাওয়ায় নিজে থেকে শুকোতে দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement