সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিনের কভারে প্রিয়াঙ্কা চোপড়ার ছবিতে বগলের অংশ ফোটোশপ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তার উপযুক্ত উত্তরও দিয়েছেন প্রিয়াঙ্কা। পিগি চপসের মতো বগল পেতে সকলেই চান। স্লিভলেস, অফ শোল্ডার সব কিছুতেই যেখানে হয়ে ওঠা যায় মোহময়ী। জেনে নিন পার্টিতে স্লিভলেস বা অফ শোল্ডার, হল্টার নেক পরলে কী ভাবে করবেন বগলের মেক আপ।
আরও পড়ুন: ফোটোশপ বিতর্কের জবাব এই ভাবে দিলেন প্রিয়ঙ্কা!