অ্যাসিডে পোড়া মুখেই র‌্যাম্পে বিপ্লব আনলেন ভারতীয় কন্যা

অ্যাসিড পুড়িয়েছিল তাঁর কিশোরী ত্বক। ঝলসে দিয়েছিল না ফোটা একরাশ স্বপ্ন। প্রতিহিংসার কোপে যেন পুড়ে খাক হয়ে গিয়েছিল মেয়েটার সব কিছু। কিন্তু তাতে কী?

Advertisement
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৪
Share:

অ্যাসিড পুড়িয়েছিল তাঁর কিশোরী ত্বক। ঝলসে দিয়েছিল না ফোটা একরাশ স্বপ্ন। প্রতিহিংসার কোপে যেন পুড়ে খাক হয়ে গিয়েছিল মেয়েটার সব কিছু। কিন্তু তাতে কী? নিউওয়র্ক ফ্যাশনের র‌্যাম্পে দৃপ্ত ক্যাট ওয়াকের আত্মবিশ্বাসকে পোড়াতে পারে কী বিশ্বের কোনও অ্যাসিড? তা সে যতই মারাত্মক হোক না কেন!

Advertisement

তিনি ভারতের এক ‘বেচারি’ কন্যা। রেশমা বানো কুরেসি। নিজের জামাইবাবুর হাতের ছোঁড়া অ্যাসিড যাঁকে পুড়িয়ে দিয়েছিল ভীষণভাবে। কেড়ে নিয়েছিল একটা চোখের দৃষ্টিও। এত কিছুর পরেও আজ যে রেশমা নিউ ইয়র্ক ফ্যাশন শোয়ে র‌্যাম্প মাতিয়ে তুললেন তাঁর পরিচয় শুধুই কী ‘অ্যাসিড সারভাইভার’ তকমায় আটকে থাকে? না বোধহয়।

আরও পড়ুন: ঘরছাড়া আর্টিস্টদের তিনি পথ থেকে ঘরে নিয়ে আসেন কেন?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন