মহিলাদের সুরক্ষা আরও কিছুটা বাড়াতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। আগামী বছর জানুয়ারি মাস থেকেই এ দেশের সব মোবাইল হ্যান্ডসেটে বাধ্যতামূলক করা হল প্যানিক বাটন। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক। ২০১৭-এর পয়লা জানুয়ারি থেকে প্যানিক বাটন ছাড়া ভারতে আর কোনও মোবাইল ফোনই বিক্রি করা যাবে না।
প্যানিক বাটনের সঙ্গে বাধ্যতামূলক করা হচ্ছে গ্লোবাল পজিসনিং সিস্টেম ফেসিলিটি। এর ফলে কেউ সমস্যায় পড়েছেন সেটা নয়, জানা যাবে তাঁর সঠিক অবস্থানও। নিরাপত্তা সংস্থাগুলিকেও এ বিষয়ে বিশেষ উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালের পয়লা জানুয়ারি থেকে সব ফোন থাকতেই হবে ইনবিল্ট জিপিএস।
এক বার এই প্যানিক বাটন প্রেস করলেই সব থেকে কাছে থাকা পুলিশ থানা বা সিকিউরিটি এজেন্সিতে ফোন চলে যাবে। তবে এর পর ঠিক কী ভাবে এই সিস্টেম কাজ করবে এখনও সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।