পুজো পার্বণেই নয় রূপটানেও পদ্মের জুড়ি মেলা ভার। এ ব্যাপারে পদ্মফুল একাই একশো। আমাদের জাতীয় ফুল পদ্মে আছে ভিটামিন বি, সি , লিনোলেইক অ্যাসিড, ফসফরাস এবং লোহা।
এই সব উপাদান ত্বককে আদ্র, উজ্জ্বল, মসৃণ, নমনীয় এবং কোমল করে। শুধু ত্বক নয় চুলের স্বাস্থ্যরক্ষাতেও পদ্মের ভূমিকা অনস্বীকার্য। দেখে নিন রূপচর্চাতেও কী ভাবে ব্যবহার করবেন পদ্মফুলকে—
• ত্বকের ফোলাভাব কমাতে পদ্মপাতা বেটে লাগান, আরাম পাবেন।
• পদ্মবীজে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট, যা দুষণ থেকে ত্বককে বাঁচিয়ে রাখে। হালকা হাতে মুখে গলায় পদ্মবীজ ঘষলেই উঠে আসবে ময়লা। সুন্দর, চকচকে হয়ে উঠবে ত্বক।
• পদ্মের পাপড়ি বেটে নিয়ে মুখে, গলায় মাখুন। মিনিট কুড়ি রাখার পর ধুয়ে নিন। ত্বকের রুক্ষভাব কমে গিয়ে নরম হয়।
• ত্বকে জ্বালাভাব থাকলে পদ্মফুল বাটা লাগালে উপশম পাবেন। ত্বক ঠান্ডা এবং নরম হবে।
• পদ্মফুল বেটে চুলের গোড়ায় লাগান। ঘণ্টাখানেক রাখার পর ধুয়ে নিন। চুলের গোড়া শক্ত হবে।
• পদ্মফুল থেকে এসেনসিয়াল অয়েল মেলে তা চুলের পক্ষে খুবই উপকারী। নিয়মিত ব্যবহার করলে চুল ঘন এবং কালো হবে।
তাই এ বার থেকে শুধু পুজোতে নয় রূপটানেও ব্যবহার করুন পদ্মফুল। তা হলে মিলবে আকর্ষণীয় ত্বক।
এই সংক্রান্ত আরও খবর...