Bharti Singh

কমেডি নয়, এ বার সৌন্দর্যের সংজ্ঞা বদলালেন ভারতী

এত দিন নিজের সেন্স অব হিউমর দিয়ে দর্শকদের মন জয় করেছেন ভারতী সিং। ভেঙেছেন স্ট্যান্ড আপ কমেডিতে ছেলেদের আধিপত্য ভেঙেছেন। এ বার নিজেকে অন্য ভাবে চেনালেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ১১:৩৫
Share:

এত দিন নিজের সেন্স অব হিউমর দিয়ে দর্শকদের মন জয় করেছেন ভারতী সিং। ভেঙেছেন স্ট্যান্ড আপ কমেডিতে ছেলেদের আধিপত্য ভেঙেছেন। এ বার নিজেকে অন্য ভাবে চেনালেন তিনি।

Advertisement

ছোট থেকেই অতিরিক্ত মোটা হওয়ার কারণে কোনও দিনই কারও থেকে শোনেননি তিনি সুন্দর। সারা বিশ্বে নারী সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণ করে কোমরের মাপ ও ফর্সা গায়ের রং। প্রকৃত সৌন্দর্য যেখানে নগন্য। জয়হোয়্যার বিউটি ক্রিমের অ্যাডে ভারতী বলেছেন নিজের কথা। কী ভাবে নিজের ব্যাপারে মোটি, হাতি, লাড্ডু শুনতে শুনতে বড় হয়ে উঠতে উঠতেই তিনি খুঁজে পেয়েছেন নিজেকে। আবিষ্কার করেছেন নিজের সৌন্দর্যকে।

বিজ্ঞাপনে তাই ভারতীর বলছেন, ‘‘যে যাই বলুক না কেন তুমি সুন্দর। কোনও শব্দই তোমার সৌন্দর্যকে হারাতে পারে না।’’

Advertisement

দেখুন সেই অ্যাড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement