গীতাঞ্জলি সিংহ।
মিসেস ইন্ডিয়া কুইন ২০১৭-র খেতাব জিতলেন ফতেপুরের গীতাঞ্জলি সিংহ। দিল্লিতে আরজে ফ্যাশন ফিয়েস্তা ও বালাজি মিডিয়া আয়োজিত প্রতিযোগিতায় চারটি রাউন্ডের পর ২০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এই খেতাব জিতে নেন গীতাঞ্জলি।
এর আগে মিসেস উত্তরপ্রদেশ হয়েছিলেন গীতাঞ্জলি। ২০১৬ সালে গ্ল্যাডরাগস মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন তিনি। সে বার প্রথম দশ থেকে ছিটকে গেলেও সেই অভিজ্ঞতার জেরেই এ বার শুরু থেকেই গীতাঞ্জলির আত্মবিশ্বাস ছিল তুঙ্গে।
আরও পড়ুন: এ বার বাঙালির সাজে মিস ওয়ার্ল্ড মানুষী
আরও পড়ুন: মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন এই সাড়ে তিন ফুটের মডেল
মেয়ের জয়ের পর উচ্ছ্বসিত গীতাঞ্জলির বাবা বলেন, ছোট থেকেই গীতাঞ্জলির প্রতিভা ছিল। জীবনে বড় কিছু করতে চাইতো। সেই জন্যই বোধহয় ছোট শহরে থেকেও দেশের এত বড় প্রতিযোগিতা জিততে পারল।