বৃষ্টি ভেজা শীতের দিনে চুলের যত্ন নেবেন কী ভাবে? জেনে নিন

একে জাঁকিয়ে শীত, সেই সঙ্গেই সকাল থেকে বৃষ্টি। সন্ধেবেলা উইকএন্ড পার্টি। এ দিকে চুলের হাল দফারফা। ভেবেছিলেন শ্যাম্প করবেন আজ। কিন্তু ঠান্ডায় স্নান করতেই জ্বর আসছে, শ্যাম্পু তো দুঃস্বপ্ন। জেনে নিন এই সব দিনে কী ভাবে যত্ন নেবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ১৩:৩৯
Share:

একে জাঁকিয়ে শীত, সেই সঙ্গেই সকাল থেকে বৃষ্টি। সন্ধেবেলা উইকএন্ড পার্টি। এ দিকে চুলের হাল দফারফা। ভেবেছিলেন শ্যাম্প করবেন আজ। কিন্তু ঠান্ডায় স্নান করতেই জ্বর আসছে, শ্যাম্পু তো দুঃস্বপ্ন। জেনে নিন এই সব দিনে কী ভাবে যত্ন নেবেন।

Advertisement

১। জল

বৃষ্টি পড়লে মাথা ভিজিয়ে স্নান করবেন না। ঠান্ডার মধ্যে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঠান্ডা লেগে যাবে। মাথায় জল দিলে চুল আরও রুক্ষ হয়ে যাবে। তাই হালকা গরম জলে গা ধুয়ে নিয়ে নিন বা স্পঞ্জ করে নিন।

Advertisement

২। শ্যাম্পু

চুল যতই নোংরা হোক না কেন বৃষ্টি পড়লে শ্যাম্পু একেবারেই নয়। ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা তো রয়েইছে, তার ওপর শুষ্ক হয়ে গিয়ে চুল বেশি উঠবে। তাই একটু অপেক্ষা করুন। বৃষ্টি কমে রোদ উঠলে তবেই শ্যাম্পু করুন।

৩। ভেজা চুল

যদি মাথা ভিজিয়ে স্নান করেন তবে চুল ভাল করে ড্রায়ার দিয়ে শুকিয়ে, তোয়ালে দিয়ে মাথা মুছে তবেই রাস্তায় বেরোন। ভেজা চুলে ঠান্ডা হাওয়া লাগলে সর্দি বসে যাবে। ধুলো, ময়লায় খুস্কি, জট পড়া, চুল উঠে যাওয়ার সমস্যাও জেঁকে বসবে।

৪। মাথা ঢেকে রাখুন

শীতকালে মাথা যত ঢেকে রাখতে পারবেন চুল তত ভাল থাকবে। স্যাঁতস্যাঁতে আবহাওয়া, হাওয়ায় চুল উড়ে জট পড়বে। বাড়ি এসে চুল আঁচড়ালেই কিন্তু প্রচুর চুল উঠবে। তাই রাস্তায় বেরোলে টুপি, চাদর বা স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখুন। এতে খুস্কিও কম হবে।

৫। চুল বেঁধে রাখুন

যেহেতু শীতের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় চুল ওঠার সমস্যা বেড়ে যায় তাই যতটা সম্ভব ঘষা লাগা এড়িয়ে চলুন। রাতে চুল বেঁধে শোন। রাস্তায় বেরোলেও চুল বেঁধে রাখুন। পার্টি চুল খোলা রাখতে পারেন কিন্তু সারা দিনের জন্য পিকনিকে গেলে চুল অবশ্যই বেঁধে রাখুন।

৬। স্ক্যাল্পকে বিরক্ত নয়

স্ক্যাল্প শুকিয়ে যাওয়া, খুস্কির সমস্যায় জেরবার থাকলে স্ক্যাল্পে প্যাক বা অন্য কিছু লাগানো যতটা পারবেন এড়িয়ে চলুন। সিরাম বা জেল লাগাতে পারেন। কিন্তু স্ক্যাল্প শুধুই শ্যাম্পু করে পরিষ্কার রাখুন।

৭। কন্ডিশনার

শ্যাম্পু করলে কন্ডিশনার লাগাতে ভুলবেন না। কলা-মধুর প্যাক লাগাতে পারেন। তবে স্ক্যাল্প বাঁচিয়ে।

পড়ুন চুল পড়ছে খুব? জেনে নিন কিছু ঘরোয়া টোটকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন