নতুন হেয়ার কালার করার আগে জেনে নিন

একটা সময় ছিল কালো চুলের জন্য কত কিছুই না করা হত। এখন আর সেই কালো চুলের কোনও কদর নেই। আসল রঙ ঢেকে মানুষ মেতেছে বিভিন্ন রঙের খেলায়। কিন্তু চুলের রঙ বদলাতে বদলাতে চুলের হাল বেহাল। ইচ্ছেও করছে আবার ভয়ও পাচ্ছেন।

Advertisement
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ১৯:১৯
Share:

একটা সময় ছিল কালো চুলের জন্য কত কিছুই না করা হত। এখন আর সেই কালো চুলের কোনও কদর নেই। আসল রঙ ঢেকে মানুষ মেতেছে বিভিন্ন রঙের খেলায়। কিন্তু চুলের রঙ বদলাতে বদলাতে চুলের হাল বেহাল। ইচ্ছেও করছে আবার ভয়ও পাচ্ছেন। একদম ভাববেন না। সাজতে তো হবেই। কিন্তু খেয়াল রাখুন কয়েকটি বিষয়। নতুন বছর চলে এসেছে। নতুন বছরে নিজেকে সাজান নতুনভাবে। সঙ্গে রয়েছে বিয়ের মরশুম। বদলে ফেলুন চুলের রঙ। পার্লারে গিয়ে হোক বা বাড়িতে বসেই নিজের স্কিন টোন আর হেয়ার টেস্কচার যাচাই করে নিলেই তো হল। তার পর সেই মতো কালার বেছে লাগিয়ে নিন।

Advertisement

তবে, চটজলদি ঝলমলে চুলের অধিকারী হতে গিয়ে অজান্তে নিজের ক্ষতি করে ফেলবেন না যেন! মাথায় রাখুন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।

১) প্রথমবার কালার করার আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Advertisement

২) না জেনে কালার করালে অনেক সময়ই সেনসিটিভ স্কাল্পের ক্ষেত্রে অনেক সমস্যা হয়।

৩) যে কোনও কালারের দিকে ঝাঁপাবেন না। স্কিন টোনের সঙ্গে মানানসই হেয়ার কালার করা উচিত।

৪) ওয়ার্ম স্কিন টোনের সঙ্গে হলুদ, কমলা, কপার বা ব্রিক কালার মানানসই। যাদের স্কিন টোন অপেক্ষাকৃত ডার্ক তাঁরা নীল, সবুজ, গোলাপি জাতীয় কালার করাতে পারেন।

৫) তবে শুধু কালার করেই ছেড়ে দেবেন না। কালার করালে অনেক বেশি করে চুলের পরিচর্চা করাটা জরুরি।

আরও খবর: চুলের যত্ন নেবে ডিম, জেনে নিন কিছু ঘরোয়া প্যাক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন