শীত কালে ভাল খেতে অনেকেই ভালবাসেন না। এই সময় ভাত খেলে কিছুটা আলস্যও আসে। আবার রুটি বানানোর হাজার ঝামেলা। আটা মাখা, বেলা, সেঁকা।
Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ১২:০২
Share:
শীত কালে ভাল খেতে অনেকেই ভালবাসেন না। এই সময় ভাত খেলে কিছুটা আলস্যও আসে। আবার রুটি বানানোর হাজার ঝামেলা। আটা মাখা, বেলা, সেঁকা। এত কিছু করার সময় পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই। তাই শিখে নিন এক সহজ রেসিপি গোলা রুটি।