খরচা করেও কী ভাবে টাকা জমাবেন? রইল কিছু টিপ্‌স

কথায় বলে সংসার সুখী হয় রমনির গুণে। কথা অবশ্য ঠিকই। সংসারে হাঁড়ির খবরও যেমন গৃহিনীরাই রাখেন, তেমন সংসারকে একই ছাতার তলায় বেঁধে রাখার রহস্যও কিন্তু তাঁদের কাছেই। তাই স্বামী যতই ইনকাম করুন না কেন? আখেরে হাল কিন্তু গৃহিনীকেই ধতে হবে। গৃহিনীদের জন্য রইল সঞ্চয়ের কিছু টিপস্‌:

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ২২:৩৬
Share:

কথায় বলে সংসার সুখী হয় রমনির গুণে। কথা অবশ্য ঠিকই। সংসারে হাঁড়ির খবরও যেমন গৃহিনীরাই রাখেন, তেমন সংসারকে একই ছাতার তলায় বেঁধে রাখার রহস্যও কিন্তু তাঁদের কাছেই। তাই স্বামী যতই ইনকাম করুন না কেন? আখেরে হাল কিন্তু গৃহিনীকেই ধতে হবে। গৃহিনীদের জন্য রইল সঞ্চয়ের কিছু টিপস্‌:

Advertisement

১) অনেক মেয়েরাই সঞ্চয়ের বিষয়ে খুব আগ্রহী। আবার অনেকে নয় ও। কসমেটিক্স, গয়না এসবের পিছনেই বেশি খরচা করে বসেল। আর মাস শেষে কষ্টে-শিষ্টে সংসার চালাতে হয়। তাঁরা মায়ের শুরুতেই বাজেট ঠিক করে নিন।

Advertisement

২) কোন খাতে কত খরচা করবেন, আর আপনার উপার্জনের থেকে কতটা টাকা সঞ্চয় করতে চান তা আগেভাগে বুঝে নিন। এর পর প্রথমেই আপনার প্ল্যান মাফিক সঞ্চয়ের জন্য নির্ধারিত টাকা আলাদা করে রাখুন। দেখবেন যেন সেই টাকায় হাত না দিতে হয়।

৩) কোনও বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিতে পারেন। কারণ, টাকা বাড়িতে জমিয়ে রাখলে কোনও সুদ পাবেন না। আবার না জেনে ভুল ভাল খাতে অহেতুক বিনিয়োগ করেও কোনও লাভ হবে না। এর থেকে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার সঞ্চয় আপনি কোন কোন খাতে বিনিয়োগ করবেন তা আগে থেকে জেনে নেওয়াই ভাল।

৪) তবে সঞ্চয় করা মানেই না খেয়ে, না ঘুরে-বেড়িয়ে থাকা নয়। সবই করুন সামর্থ্য বুঝে। ভবিষ্যতের কথাও মাথায় রাখবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন