বন্ধ্যাত্বের চিকিত্সায় বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি, বলছে গবেষণা

বন্ধ্যাত্ব এখন আর বিরল কোনও সমস্যা নয়। আধুনিক লাইফস্টাইল, স্ট্রেস, অনিয়মিত ডায়েট, কাজের চাপে এখন বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন অনেক মহিলাই। সেই সঙ্গেই বেড়ে চলেছে হরমোনাল ফার্টিলিটি চিকিত্সাও। তবে এই সব চিকিত্সা বাড়িয়ে তুলতে পারে স্তন ক্যানসারের ঝুঁকি। জানাচ্ছে নতুন এক গবেষণা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৩৫
Share:

বন্ধ্যাত্ব এখন আর বিরল কোনও সমস্যা নয়। আধুনিক লাইফস্টাইল, স্ট্রেস, অনিয়মিত ডায়েট, কাজের চাপে এখন বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন অনেক মহিলাই। সেই সঙ্গেই বেড়ে চলেছে হরমোনাল ফার্টিলিটি চিকিত্সাও। তবে এই সব চিকিত্সা বাড়িয়ে তুলতে পারে স্তন ক্যানসারের ঝুঁকি। জানাচ্ছে নতুন এক গবেষণা।

Advertisement

সুইডেনের ক্যারোলিনস্কা ইন্সটিটিউটের গবেষকরা জানাচ্ছেন, যে সব মহিলা কৃত্রিম প্রজননের সাহায্য নেন বা বন্ধ্যাত্বের কারণে হরমোনাল ফার্টিলিটির চিকিত্সা করান তাঁদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের থেকে প্রায় অনেকটাই বেশি।

ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফের সাহায্যে এখন অনেকেই গর্ভধারণ করেন। এই আইভিএফ-এর জন্য প্রয়োজন কনট্রোলড ওভারিয়ান স্টিমিউলেশন বা সিওএস। ক্যারোলিনস্কা ইন্সটিটিউটের মুখ্য গবেষক ফ্রিডা লান্ডবার্গের মতে যেই মহিলারা সিওএস করান তাঁদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

Advertisement

দু’ধরনের টিস্যু দিয়ে স্তন গঠিত হয়। ঘন ফাইব্রোগ্ল্যান্ডুলার ও পাতলা ফ্যাটি টিস্যু। যাঁদের স্তন ঘন ও ভারী তাঁদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি পাতলা স্তনের মহিলাদের তুলনায় অন্তত ৪ থেকে ৬ গুণ বেশি। দেখা গিয়েছে যাঁদের স্তনের ঘনত্ব বেশি তাঁরা অনেক বেশি বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন। সিওএস চিকিত্সা করালে শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ার ফলে স্তনের টিস্যুর ঘনত্ব বাড়ে। যা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

এই গবেষণার জন্য ৪০ থেকে ৬৯ বছর বয়সী ৪৩,৩১৩ জন মহিলার উপর পরীক্ষা চালানো হয়। বন্ধ্যাত্বের চিকিত্সা ছাড়াও বয়স, উচ্চতা, ওজন, স্মোকিং, ড্রিঙ্কিং-এর অভ্যাস, পারিবারিক ইতিহাসের উপর ভিত্তি করেও গবেষণার ফল জানানো হয়।

ব্রেস্ট ক্যানসার রিসার্চ জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: প্রেগন্যান্সিতেও পোল ডান্স করে মুগ্ধ করলেন ইনি, দেখুন ভাইরাল ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন