Manabi News

দেশে প্রথম, মুম্বইয়ে বসছে অন্তর্বাস ভেন্ডিং মেশিন

রেল স্টেশন থেকে অফিসের ক্যান্টিন, চা-কফি চাইলেই তেষ্টা মেটায় ভেন্ডিং মেশিন। কিন্তু রাস্তাঘাটে অন্তর্বাস নিয়ে সমস্যায় পড়লে উপায় কী? কাছাকাছি যদি হোসিয়ারি দোকান থাকে তা হলে তো সমস্যা মিটেই গেল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০৯:৫০
Share:

রেল স্টেশন থেকে অফিসের ক্যান্টিন, চা-কফি চাইলেই তেষ্টা মেটায় ভেন্ডিং মেশিন। কিন্তু রাস্তাঘাটে অন্তর্বাস নিয়ে সমস্যায় পড়লে উপায় কী? কাছাকাছি যদি হোসিয়ারি দোকান থাকে তা হলে তো সমস্যা মিটেই গেল। কিন্তু যদি না থাকে? তখন যদি মুশকিল আসানের জন্য হাতের কাছে একটি অন্তর্বাস ভেন্ডিং মেশিন পাওয়া যায়, তা হলে সমস্যাটা কিছুটা মেটে, তাই না?

Advertisement

এ বার এমনই মুশকিল আসান করতে বাজারে আসছে লজারিঁ ভেন্ডিং মেশিন। দেশের প্রথম এই মেশিনটি বসতে চলেছে মুম্বইয়ের একটি অভিজাত শপিং মলে। জানা গিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহেই এই মেশিন বসানোর কাজ শুরু হবে।

অভিনব এই উদ্যোগ নিয়েছে ওয়েলস্পুন গ্রুপ। এই সংস্থার কর্ণধার রাধিকা গোয়েন্‌কা জানালেন, ‘‘খুব শীঘ্রই এই ওমেন’স ইনারওয়্যার লজারিঁ শপ বাজারে আনব আমরা। প্রাথমিক ভাবে একটি মলে এই দোকানের ভেন্ডিং মেশিন রাখা হবে। পরে সারা ভারতেই এমন অন্তর্বাস ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’’

Advertisement

আরও পড়ুন: গরমে বিয়ে, পায়ের যত্ন নিন এ ভাবে

লজারিঁ ভেন্ডিং মেশিনটি প্রাথমিক ভাবে সমস্ত কালেকশনই থাকবে কালো রঙের। পছন্দমতো সাইজ এবং ডিজাইন বেছে নেওয়া যাবে। আগে থেকেই সুন্দর ভাবে প্যাকিং করা থাকবে অন্তর্বাসগুলো। এই মেশিন থেকে অন্তর্বাস কেনার পদ্ধতি যেমন সহজ, তেমনই পছন্দ না হলে বোতাম টিপে সহজেই তা ফেরত দেওয়া যাবে।

গোয়েন্‌কার দাবি, ‘‘আমাদের ব্র্যান্ড সব সময়ই কিছু নতুনত্বের স্বাদ দিতে চায়। প্রচলিত ধারণাকে বদলাতেই আমাদের এই অভিনব উদ্যোগ। ভারতীয় নারীদের সহজে উন্নতমানের অন্তর্বাস ব্যবহারের সুযোগ দেবে আমাদের এই ভেন্ডিং মেশিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন