আজ যে মাদার্স ডে, সেটাই ফোন করে মাকে একবার মনে করিয়ে দিন। দূর দেশ থেকে ফোনে সন্তানের গলা শুনতে পেলেই মায়ের সকালটা সুন্দর হয়ে উঠবে।
বাড়ি থেকে দূরে থাকেন আপনি? মায়ের জন্য রোজই মন কেমন করে। আর আজ মাদার্স ডে-তে যেন আরও বেশি করে মিস করছেন মাকে। কিন্তু দূরে থেকেও এই দিনটা স্পেশাল করে তোলা যায়। কী ভাবে? জেনে নিন গ্যালারিতে।