ভাইয়ের পাতে দিন মাংসের সফেদ কোর্মা

কাল ভাইকে কী খাওয়াচ্ছেন ঠিক করে ফেলেছেন? ভাইয়ের প্রিয় মাটন তো নিশ্চয়ই রেখেছেন মেনুতে? তবে রান্নাটা একটু অন্য ভাবে করলে ভাল হতো না? জানি আপনার হাতের খাসির মাংসের কষা ভাইয়েপ প্রিয়।

Advertisement
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ১৬:৩৯
Share:

কাল ভাইকে কী খাওয়াচ্ছেন ঠিক করে ফেলেছেন? ভাইয়ের প্রিয় মাটন তো নিশ্চয়ই রেখেছেন মেনুতে? তবে রান্নাটা একটু অন্য ভাবে করলে ভাল হতো না? জানি আপনার হাতের খাসির মাংসের কষা ভাইয়েপ প্রিয়। তবে সে তো সারা বছরই খাওয়ান ভাইকে। এ বার বরং ভাইয়ের পাতে তুলে দিন মাংসের সফেদ কোর্মা। গরম পোলাও-এর সঙ্গে জমে যাবে খাওয়াটা।

Advertisement

দেখে নিন কীভাবে বানাবেন মাংসের সফেদ কোর্মা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement