কাল ভাইকে কী খাওয়াচ্ছেন ঠিক করে ফেলেছেন? ভাইয়ের প্রিয় মাটন তো নিশ্চয়ই রেখেছেন মেনুতে? তবে রান্নাটা একটু অন্য ভাবে করলে ভাল হতো না? জানি আপনার হাতের খাসির মাংসের কষা ভাইয়েপ প্রিয়। তবে সে তো সারা বছরই খাওয়ান ভাইকে। এ বার বরং ভাইয়ের পাতে তুলে দিন মাংসের সফেদ কোর্মা। গরম পোলাও-এর সঙ্গে জমে যাবে খাওয়াটা।
দেখে নিন কীভাবে বানাবেন মাংসের সফেদ কোর্মা