‘ডেট’ নয়, মহিলাদের ইনভেন্টর হওয়ার ডাক জুকেরবার্গের

বুদ্ধিমান, পাগলাটেদের সঙ্গে ডেট করো না, নিজেই এমনটা হয়ে দেখাও। নতুন প্রজন্মের মহিলাদের এই পরামর্শই দিলেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ১২:১৬
Share:

বুদ্ধিমান, পাগলাটেদের সঙ্গে ডেট করো না, নিজেই এমনটা হয়ে দেখাও। নতুন প্রজন্মের মহিলাদের এই পরামর্শই দিলেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ।

Advertisement

মার্কের প্রশংসায় পঞ্চমুখ প্রৌঢ়া ডারলেন হ্যাকেমের লরেটো তাঁর লেখেন, ‘‘আমি সব সময় আমার নাতনিদের বলি স্কুলে বুদ্ধিমান, পাগলাটে ছেলেদের ডেট করতে। হয়তো এক দিন সে কোনও মার্ক জুকেরবার্গ হয়ে উঠবে! ফেসবুককে ধন্যবাদ, আমি পরিবার, পুরনো বন্ধু, সহপাঠীদের সঙ্গে আবার যোগাযোগ করতে পেরেছি।’’

এর জবাবে জুকেরবার্গ লেখেন, ‘‘এর থেকেও ভাল হবে যদি আপনি তাদের নিজেদেরই এমন হয়ে দেখানোর উত্সাহ দেন। ওরাই হয়ে উঠতে পারে পরবর্তী সফল আবিষ্কর্তা।’’

Advertisement

মার্কের মন্তব্যের পরই লাইকে ভরে গিয়েছে ফেসবুক পেজ। স্বাভাবিক ভাবেই এই মন্তব্যে উঠে এসেছে তথ্য প্রযুক্তি সংস্থায় লিঙ্গ-বৈষম্য প্রসঙ্গ। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর পরেও এখনও সমাজ মহিলাদের পুরুষদের মুখাপেক্ষী হিসেবে দেখতেই অভ্যস্ত। মার্ক জুকেরবার্গ ও লরেটোর কথোপকথনে উঠে এসেছে সেই ছবিই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন