Lifestyle

নিজের সম্পর্কে আশ্চর্য এই তথ্যগুলি জানেন না অনেক নারীই

নিজেদেরই শরীর, কিন্তু সেই শরীরের ভিতরের রহস্য সম্বন্ধে কতটুকু জানি আমরা? বাহ্যিক শরীরকে নিয়ে যতটা সচেতন, শরীরের ভিতরটা নিয়ে অতটা তলিয়ে ভাবেন না বেশির ভাগ মানুষই।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৪
Share:
০১ ০৮

মেয়েরা কি বেশি ভালবাসে? নাহ! এই তর্কে গিয়ে লাভ নেই। শুধু এইটুকু তথ্য জেনে রাখা ভাল, ছেলেদের তুলনায় মেয়েদের হৃদস্পন্দনের গতিবেগ বেশি।

০২ ০৮

নিয়মিত ব্যয়াম করেন অথচ মেদ ঝরতেই চায় না? জানেন কী, পুরুষদের তুলনায় মহিলাদের ফ্যাট বার্নিং রেট কম।

Advertisement
০৩ ০৮

লালচে কালো আর কালচে লালের মধ্যে সূক্ষ্ম পার্থক্যও এক নিমেষে ধরে ফেলতে পারে মেয়েরা। মেয়েদের এক্স ক্রোমজোমে থাকে ‘ক্রমাটিক সেনসিটিভিটি’। তাই, কারণ পুরুষের থেকে মহিলাদের রং বোঝার ক্ষমতা থাকে বেশি।

০৪ ০৮

চুলের সৌন্দর্যের কথা বললে মেয়েদের কথাই মাথায় আসে। কিন্তু জানেন কী মেয়েদের চুলের তুলনায় ছেলেদের চুলের ব্যস অন্তত দু’গুণ বেশি হয়।

০৫ ০৮

জানেন কি মেয়েদের জিভে মিষ্টি স্বাদ গ্রহণের কোরকের সংখ্যা থাকে ছেলেদের তুলনায় বেশি।

০৬ ০৮

আঘাত লাগলে ছেলেদের থেকে কেন বেশি যন্ত্রণা হয় মেয়েদের? কারণ মেয়েদের শরীরে অনেকে বেশি সংখ্যক স্নায়ুকোষ থাকে।

০৭ ০৮

সারা বছরে গড়ে ৩০-৬৪ বার কাঁদেন এক জন মহিলা। ছেলেরা কাঁদেন ৬-১৭ বার।

০৮ ০৮

যে কোনও কিছুর গন্ধ বোঝার ক্ষমতা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement