নির্ভয়া: বি ফিয়ারলেস’ অ্যাপ

রাজধানীতে নির্ভয়া-কাণ্ডের পরেই উঠেছিল প্রশ্নটা। ঘরে-বাইরে কী ভাবে মেয়েদের নিরাপত্তা দিতে পারে আধুনিক প্রযুক্তি? প্রকাশের পর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘নির্ভয়া: বি ফিয়ারলেস’ অ্যাপ। এমন আরও কিছু অ্যাপের সন্ধান।

Advertisement
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৫ ১২:৫৩
Share:

রাজধানীতে নির্ভয়া-কাণ্ডের পরেই উঠেছিল প্রশ্নটা। ঘরে-বাইরে কী ভাবে মেয়েদের নিরাপত্তা দিতে পারে আধুনিক প্রযুক্তি? প্রকাশের পর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘নির্ভয়া: বি ফিয়ারলেস’ অ্যাপ। এমন আরও কিছু অ্যাপের সন্ধান।

Advertisement

নির্ভয়া: বি ফিয়ারলেস। নির্দিষ্ট মোবাইলে পৌঁছে দেবে জিপিএস লোকেশন-সহ আপতকালীন পরিস্থিতির ফোন বা বার্তা। মিলবে শহরের নিরাপদ ও অসুরক্ষিত এলাকার ম্যাপও। ফোন ঝাঁকিয়ে সহজেই পাঠাতে পারেন এসওএস।

সেফটিপিন: নতুন জায়গায় যাচ্ছেন। তার আগে জানতে চান এলাকাটা নিরাপদ কিনা? কিংবা বিপদের সময় পরিজনকে জানাতে চান আপনার অবস্থান? সহজেই মুশকিল আসান করতে পারে চার রকম ভাষায় মেলা এই অ্যাপ।

Advertisement

স্মার্ট শহের সেফটি শিল্ড: এই অ্যাপের ‘ওয়াক উইথ মি’ ফিচার আপনার রিয়াল টাইম পজিশন ট্র্যাক করতে পারে। সহজেই ছবি পাঠানো যায় আপনার লোড করা আপদকালীন নম্বরগুলিতে।

সার্কেল অফ থ্রি: বিপদের সময়ে ছ’জন পরিচিতের সঙ্গে যোগাযোগ করবে এই অ্যাপ। সার্কেলে পাঠানো যাবে নানা প্রয়োজনীয় বার্তাও।

ভিথ ইউ: কাজ করে দ্রুত। দু’বার পাওয়ার বাটন টিপলেই দু’মিনিট অন্তর পাঠাতে থাকবে জিপিএস লোকেশন-সহ অ্যালার্ট মেসেজ।

চোখ রাখতে পারেন আরও অ্যাপে

এসওএস, স্মার্ট ২৪X৭, পুকার, বিসেফ, পুলিশ নিয়ারবাই, র‌্যকশা, আই অ্যাম শক্তি, আই ফলো, স্ক্রিম অ্যালার্ম, টেল টেইল, সাসপেক্টস রেজিস্ট্রি ফর উইমেন, উইমেন সেফটি হেল্প টোটেল এসওএস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন