শীত শীত ভাবের মধ্যে ঝাল ঝাল ডালের বড়া। জানি পড়েই জিভে জল আসছে। বড়ার ঝাল দিয়ে ভাত খেয়ে দপুরে চাদর মুড়ি দিয়ে ভাত ঘুম। এ ভাবেই কাটুক না আজকের দুপুরটা।