অবসাদ কেড়ে নিতে পারে ত্বকের জেল্লা

হঠাত্ করেই কি মুখের চামড়া খসখসে হয়ে যাচ্ছে? মুখে এক গাদা অবাঞ্ছিত কালো ছোপ জমা হচ্ছে? এটা সেটা ওটা মুখে মেখেও লাভ হচ্ছে না? এমনকী হার মেনেছেন ডারমাটোলজিস্টও? জানেন কি আপনার চিকনি ত্বকের এই করুণ দশার পিছনে আসলি ভিলেন মানসিক অবসাদ! বিষেশত কলেজ পড়ুয়ারা ব্যাপকভাবে এই সমস্যার সম্মুখীন হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ২১:১১
Share:

হঠাত্ করেই কি মুখের চামড়া খসখসে হয়ে যাচ্ছে? মুখে এক গাদা অবাঞ্ছিত কালো ছোপ জমা হচ্ছে? এটা সেটা ওটা মুখে মেখেও লাভ হচ্ছে না? এমনকী হার মেনেছেন ডারমাটোলজিস্টও? জানেন কি আপনার চিকনি ত্বকের এই করুণ দশার পিছনে আসলি ভিলেন মানসিক অবসাদ! বিষেশত কলেজ পড়ুয়ারা ব্যাপকভাবে এই সমস্যার সম্মুখীন হচ্ছে।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির নয়া গবেষণায় উঠে এসেছে এই তথ্য।এই গবেষণা বলছে নির্দিষ্ট কোনও ত্বকের অসুখের কারণও হতে পাপে মানসিক অবসাদ।

৪০০ জন আন্ডার গ্রাজুয়েট পড়ুয়ার উপর পরীক্ষা চালিয়েছেন গবেষকরা। পড়ুয়াদের মানসিক অবসাদের রকম ফেরে বিভিন্ন গ্রুপে ভাগ করেছেন তারা। দেখা গেছে যাদের মানসিক অবসাদ বেশি তাদের চুল দ্রুত পড়ে যাচ্ছে, মুখ খসখসে বা অতিরিক্ত তৈলাক্ত, ঘামার প্রবণতা অত্যাধিক, মুখে দাগ-ছোপ, ব্রণ ভর্তি।

Advertisement

বিজ্ঞানীদের দাবি মানসিক অবসাদ কমলে ওষুধ ছাড়াই ত্বকের সমস্যার সমাধান সম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন