LIfe style news

সানবার্ন! রইল বেসনের ৫টি ঘরোয়া টোটকা

বেসন দিয়ে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দেখে নিন বেসনের কিছু ঘরোয়া টোটকা

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ১৩:৪৫
Share:
০১ ০৭

বাইরে বেরোলেই কাঠফাটা রোদ। গরমে জামা কাপড় ঘামে ভিজে সপসপে হয়ে যাচ্ছে। একটু ছায়া বা ঠান্ডা হাওয়া খানিক স্বস্তি দেয়, কিন্তু গরমের বেরনোর ছাপ থেকে যায় ত্বকে। আর এই গরমে পুড়ে যাওয়া, ত্বকের অন্যতম বড় সমস্যা। সানবার্নে ত্বকের যত্ন নেওয়ার অনেক ঘরোয়া টোটকা রয়েছে। তবে বেসন দিয়ে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দেখে নিন বেসনের কিছু ঘরোয়া টোটকা

০২ ০৭

বেসন-টমেটো-হলুদ: এক চামচ বেসনের সঙ্গে কিছুটা হলুদ এবং এক চামচ টমেটো মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন মুখে। তার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

Advertisement
০৩ ০৭

বেসন-টমেটো-লেবু: এই মিশ্রণ ভীষণ ভাল ক্লিনসার হিসাবে কাজ করে। এক চামচ বেসন, একটা টমেটো এবং এক চামচ পাতিলেবুর রস। মুখে সমান ভাবে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এবং তফাতটা দেখুন।

০৪ ০৭

বেসন-দই-মধু: ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দু’চামচ বেসনের সঙ্গে এক চামচ মধু এবং অর্ধেক চামচ টক দই মিশিয়ে নিন। এই মিশ্রণটা ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন ভাল করে।

০৫ ০৭

বেসন-পেঁপে-কমলালেবুর রস: এক চামচ বেসনের সঙ্গে দু’চামচ লেবুর রস এবং তিন চামচ পাকা পেঁপের পেস্ট ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটা যেন খুব ঘন না হয়। প্রয়োজনে একটু জল মিশিয়ে নিয়ে পারেন। ৩০ মিনিট মুখে লাগিয়ে জল দিয়ে ধুলে ফেলুন।

০৬ ০৭

বেসন-আমন্ড-দুধ-লেবু: এক টামচ বেসন, এক চামচ আমন্ড এবং এক চামচ পাতি লেবুর রস ও সঙ্গে পরিমাণমতো দুধ ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না। শুকনো হওয়া পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন।

০৭ ০৭

রোদ থেকে ফিরে সপ্তাহে অন্তত তিন দিন এই ঘরোয়া টোটকাগুলোর কোনওটা ত্বকে লাগালে সুফল পাবেনই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement