Eye shadow

বিয়ের মেকআপের আগে জেনে নিন জরুরি আইশ্যাডো টিপস

বিয়ের মরসুম চলছে। বিয়ের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের মেকআপ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ১৬:১৭
Share:
০১ ০৫

বিয়ের মরসুম চলছে। বিয়ের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের মেকআপ। আর চোখ সুন্দর করে তুলতে প্রয়োজন পারফেক্ট আইশ্যাডো ব্লেন্ড। জেনে নিন আইশ্যাডো সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য।

০২ ০৫

আইশ্যাডোর ধরন: ক্রিম, পাউডার ও প্রেসড। আইশ্যাডো এই তিন ধরনের হয়। কোন ধরনের আপনি চান সেই অনুযায়ী বেছে নিন।

Advertisement
০৩ ০৫

কালার গ্রেডেশন: যেমন লুক চান সেই অনুযায়ী চোখের যে কোনও অংশে যে কোনও রং লাগাতে পারেন। তবে শেড বাছার কিছু নিয়ম রয়েছে। সবচেয়ে হালকা শেড দিয়ে ভ্রু-র হাড় হাইলাইট করুন। মাঝারি রং থাকায় চোখের পাতায়। সবচেয়ে গাঢ় রং লাগান আউটার কর্নারে।

০৪ ০৫

আই টার্মিনোলজি: বিভিন্ন টিউটোরিয়াল দেখে নিজের চোখের শেপ অনুযায়ী আইশ্যাডো টার্মিনোলজি জেনে নিন। লোয়ার ল্যাশ লাইন, ওয়াটার লাইন, টিয়ার ডাক্ট, ইনার কর্নার, আপার ল্যাশ লাইন, লিড, ক্রিজ, ব্রো বোন, আউটার ভি এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হোন।

০৫ ০৫

কালার কো-অর্ডিনেট: পারফেক্ট লুক আনতে পারে কম্বিনেশন আইশ্যাডো। বোল্ড লুক চাইলে সবচেয়ে ভাল কালো ও গোল্ড কম্বিনেশন। ভ্রু-র হাড় ন্যুড থাকাই ভাল। ন্যাচারাল লুক চাইলে ব্রাউন ও পিচ কম্বিনেশন করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement