Manabi News

কে এই মিস ইউনিভার্স? জেনে নিন তাঁর পরিচয়

২২ বছরের এই দক্ষিণ আফ্রিকান সুন্দরীর মাথাতেই উঠেছে এ বছরের মিস ইউনিভার্সের মুকুট। কে ইনি? চলুন জেনে নেওয়া যাক গ্যালারির পাতায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১২:২৪
Share:
০১ ০৯

২২ বছরের এই দক্ষিণ আফ্রিকান সুন্দরীর মাথাতেই উঠেছে এ বছরের মিস ইউনিভার্সের মুকুট। কে ইনি? চলুন জেনে নেওয়া যাক গ্যালারির পাতায়।

০২ ০৯

ডেমি-লি নেল-পেটার্স, এটাই পুরো নাম এ বারের মিস ইউনিভার্সের। ১৯৯৫ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার ওয়াস্টার্ন খেপের সেডফিল্ডে জন্ম তাঁর।

Advertisement
০৩ ০৯

নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্টের স্নাতক ডেমি।

০৪ ০৯

ডেমির জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর স্টেপ সিস্টার ফ্র্যাঞ্জি। জন্ম থেকেই ফ্র্যাঞ্জিশারীরিকভাবে প্রতিবন্ধী। ডেমি স্বীকার করেছেন, বোনকে দেখেই মনে সবচেয়ে বেশি শক্তি পান তিনি।

০৫ ০৯

অবসর সময় কাটান কী ভাবে? ‘মিস ইউনিভার্স’ জানাচ্ছেন, ‘আনব্রেকেবল’ নামে একটি প্রোগ্রাম চালান তিনি। মেয়েদের আত্মরক্ষা থেকে শুরু করে নানা ধরনের ট্রেনিংয়ের কাজ করে এই ‘আনব্রেকেবল’।

০৬ ০৯

এ বছর ‘মিস সাউথ আফ্রিকা’র মুকুট পেয়ে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

০৭ ০৯

এ ছাড়াও ২০১৫ সালে মিস ভার্সিটি কাপ পেয়েছিলেন তিনি। ২০১০ সালে পেয়েছিলেন ‘মিস টিন সাউথ আফ্রিকা’র ক্রাউনও।

০৮ ০৯

প্রথমবার দক্ষিণ আফ্রিকা থেকে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতেছিলেন মার্গারেট গার্ডিনার। সেটা ১৯৭৮ সাল। দীর্ঘ ৩৯ বছরের খরা কাটালেন ডেমি।

০৯ ০৯

কী খেতে পছন্দ করেন ‘মিস ইউনিভার্স’? জবাব— ‘অক্সটেল ইন রেড ওয়াইন সার্ভড উইথ শাম্প’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement