Twinkle Khanna

এ কী বললেন টুইঙ্কল? ঋতুকালীন ছুটি অজুহাত!

মুম্বইয়ের দুই সংস্থা মহিলাদের ঋতুকালীন ছুটি মঞ্জুর করার পর থেকেই এই বিষয়ে মতামত জানাচ্ছিলেন অনেকেই। এ বার ‘প্যাডম্যান’ মুক্তির আগে ঋতুকালীন ছুটি নিয়ে নিজের মতামত জানালেন টুইঙ্কল খন্না।

Advertisement
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৪
Share:

প্যাডম্যান-এর প্রচারে টুইঙ্কল।

মুম্বইয়ের দুই সংস্থা মহিলাদের ঋতুকালীন ছুটি মঞ্জুর করার পর থেকেই এই বিষয়ে মতামত জানাচ্ছিলেন অনেকেই। এ বার ‘প্যাডম্যান’ মুক্তির আগে ঋতুকালীন ছুটি নিয়ে নিজের মতামত জানালেন টুইঙ্কল খন্না।

Advertisement

টুইঙ্কল জানান, পিরিয়ডের সময় মহিলাদের ছুটি তিনি সমর্থন করেন না। তাঁর মতে যদি খুব যন্ত্রণা হয় বা অন্যান্য শারীরিক অসুবিধা হয় তা হলে অবশ্যই ছুটি নেওয়া যেতে পারে। কিন্তু তা অন্য যে কোনও শারীরিক অসুস্থতার মতোই।

শুধু পিরিয়ডের জন্য বিশেষ ছুটি অজুহাত। এই লিভ পলিসির ফলে মহিলাদের পিরিয়ডের সময় বাড়িতে বসিয়ে রাখা ও কাজ করতে না দেওয়ার প্রবণতা বাড়বে।

Advertisement

আরও পড়ুন: নয়া মোড়কে ফিরছে ঠাম্মার সুতির ন্যাপকিন

এর আগে ঋতুতালীন ছুটির বিপক্ষে মত দিয়েছিলেন সাংবাদিক বরখা দত্ত।

আরও পড়ুন: পিরিয়ডের সময় অবশ্যই মেনে চলুন এই ৫ হাইজিন টিপস

এই মুহূর্তে কালচার মেশিন ও গুজুপ নামে মুম্বইয়ের দুটি সংস্থায় পিরিয়ডের প্রথম দিন বিশেষ ছুটি নিতে পারেন মহিলারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন