Manabi News

ট্রান্সজেন্ডার বলে জুটত মার, মনিপুরের সেই ‘মেয়ে’ চলল বিশ্বসুন্দরী হতে

মহাভারতের সেই মনিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা পুরুষ বেশেই পছন্দ করতেন নিজেকে। পুরুষ যোদ্ধার বেশেই তাঁকে প্রথম দেখেছিলেন অর্জুন। ঘটনা চক্রে এও আর এক মনিপুরের গল্প। এখানে ছেলে হয়েও মেয়ে সাজার ‘অপরাধে’ রোজ মায়ের মার খেতে হত বিশেষ হুইরেমকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৬
Share:

মহাভারতের সেই মনিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা পুরুষ বেশেই পছন্দ করতেন নিজেকে। পুরুষ যোদ্ধার বেশেই তাঁকে প্রথম দেখেছিলেন অর্জুন। ঘটনা চক্রে এও আর এক মনিপুরের গল্প। এখানে ছেলে হয়েও মেয়ে সাজার ‘অপরাধে’ রোজ মায়ের মার খেতে হত বিশেষ হুইরেমকে। কিন্তু যুদ্ধে অটল চিত্রাঙ্গদার মতোই টলানো যায়নি বিশেষকেও। নিজের ভিতরের নারী সুলভ সত্তাকে মরতে দেননি তিনি। তার জোরেই ‘মিস ইন্টারন্যাশনাল কুইন ২০১৬ ফর ট্রান্সজেন্ডার’ প্রতিযোগিতায় তিনিই ভারতের প্রতিনিধি। জেনে নিন বিশেষ হুইরেম সম্পর্কে বিশেষ কিছু তথ্য।

Advertisement

আরও পড়ুন: ‘এটা সিক্রেট, কাউকে বলতে নেই’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement