Women News

ত্বক টক্সিন থেকে দূরে রাখতে বাড়িতেই বানিয়ে নিন সানস্ক্রিন

হোমমেড সানস্ক্রিনে এসপিএফের মাত্রা কম হলেও নিয়মানুযায়ী সানস্ক্রিনের ২০ শতাংশ উপাদান হওয়া উচিত জিঙ্ক অক্সাইড। এই রেসিপিতে সানস্ক্রিন বানালে এসপিএফের মাত্রা হয় ২০। যা রোদ থেকে ৯৩ শতাংশ সুরক্ষা দেয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১০:২৬
Share:

এই রেসিপিতে সানস্ক্রিন বানালে এসপিএফের মাত্রা হয় ২০।

রোদে বেরনোর সময় সানস্ক্রিন মাস্ট। বেশি ক্ষণ সূর্যের আলোয় থাকলে ত্বকের ক্যানসারের ঝুঁকির ব্যাপারে ডার্মাটোলজিস্টরা বার বারই সতর্ক করেছেন। আবার বাজারচলতি সানস্ক্রিনে থাকে অনেক টক্সিক উপাদান, যা থেকে হতে পারে ত্বকের নানা সমস্যা। সুরক্ষিত থাকতে তাই বাড়িতেই বানিয়ে নিন সানস্ক্রিন।

Advertisement

হোমমেড সানস্ক্রিনে এসপিএফের মাত্রা কম হলেও নিয়মানুযায়ী সানস্ক্রিনের ২০ শতাংশ উপাদান হওয়া উচিত জিঙ্ক অক্সাইড। এই রেসিপিতে সানস্ক্রিন বানালে এসপিএফের মাত্রা হয় ২০। যা রোদ থেকে ৯৩ শতাংশ সুরক্ষা দেয়।

কী কী লাগবে

Advertisement

ডবল বয়লার

ছোট জার

নারকেল তেল: ১/২ কাপ

শিয়া বাটার: ১/৪ কাপ

নন-ন্যানো জিঙ্ক অক্সাইড: ২ টেবল-চামচ

বি ওয়াক্স: ১ টেবল-চামচ

এসেনশিয়াল অয়েল: ১০ ফোঁটা ল্যাভেন্ডার বা ভ্যানিলা অয়েল (সাইট্রাস অয়েল ব্যবহার করুন)

আরও পড়ুন: অসুখ থেকে দূরে থাকতে বাড়িতেই তৈরি করুন এই টয়লেট ক্লিনার

কী ভাবে বানাবেন

ডবল বয়লারের সাহায্যে নারকেল তেল, শিয়া বাটার, বি ওয়াক্স ভাল করে গলিয়ে নিন, যত ক্ষণ না পুরোপুরি তরল হচ্ছে। এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও এসেনশিয়াল অয়েল মেশান। (কোনও মাস্ক বা শার্ট দিয়ে নাক-মুখ ঢেকে নেবেন)। ছোট জারে ঢেলে ঠান্ডা জায়গায় রেখে দিন। ঠান্ডা হয়ে জমে লোশন তৈরি হয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement