Women News

ঋতুকালীন সবেতন ছুটি মঞ্জুর করল ভারতের দুই সংস্থা

আইনি আবেদন, বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টের মাঝেই প্রথম পদক্ষেপ করেই ফেলল ভারতের দু’টি সংস্থা। এই বিষয়ের পথিকৃত্ হিসেবে মহিলা কর্মীদের ঋতুকালীন সবেতন ছুটি মঞ্জুর করল মুম্বইয়ের ‘কালচার মেশিন’ ও ‘গোজুপ’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ১৭:০১
Share:

মহিলা কর্মীদের এই সুসংবাদ দিতে সুন্দর একটি ভিডিও লঞ্চ করেছে কালচার মেশিন।

পিরিয়ডের সময় মেয়েদের ছুটি পাওয়া উচিত কি উচিত নয় তা নিয়ে বিতর্ক বহু দিনের। আইনি আবেদন, বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টের মাঝেই প্রথম পদক্ষেপ করেই ফেলল ভারতের দু’টি সংস্থা। এই বিষয়ের পথিকৃত্ হিসেবে মহিলা কর্মীদের ঋতুকালীন সবেতন ছুটি মঞ্জুর করল মুম্বইয়ের ‘কালচার মেশিন’ ও ‘গোজুপ’।

Advertisement

মহিলা কর্মীদের এই সুসংবাদ দিতে সুন্দর একটি ভিডিও লঞ্চ করেছে কালচার মেশিন। দেখুন সেই ভিডিও,

Advertisement

অন্য দিকে, পিরিয়ডের প্রথম দিন সবেতন ছুটির আর্জি জানাতে পারবেন ডি়জিটাল মার্কেটিং সংস্থা গোজুপের মহিলা কর্মীরাও।

আরও পড়ুন: অচ্ছুত্ করে রাখা নয়, ঋতুমতীকে আনন্দে রাখতেই ওড়িশার রজ পরব

পিরিয়ডের প্রথম দিনে তলপেটে যন্ত্রণা, মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা, মুড সুইংয়ের কারণে বহু মেয়েই আসতে পারেন না অফিসে। অতিরিক্ত রক্তপাতের কারণে অফিসে এসে অসুবিধায় পড়া, অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনার উদাহরণও রয়েছে সারা বিশ্বে।

এই দুই সংস্থার হাত ধরে এ বার সেই পথে হাঁটা শুরু করল ভারতও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন