গর্ভপাতের ৬ মাসের পর সন্তানের জন্য চেষ্টা করুন

হু-র নির্দেশিকা অনুযায়ী গর্ভপাত হওয়ার মাস ছয়েকের পর চেষ্টা করুন সন্তান ধারণে। তবে বেশি দেরি করবেন না। বেশির ভাগ চিকিত্সকদের মতে বেশি দেরি করলে সমস্যা আরও জটিল হয়। অনেক চিকিত্সকদের মতে যে সব মহিলা গর্ভপাতের দু’বছর পর সন্তান ধারণ করেছেন তাঁদের একটপিক প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা বেশি। অনেক মহিলার আবার কম ওজনের প্রি-ম্যাচিউর শিশু জন্মায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৫৮
Share:

অদিতির প্রেগন্যান্সির খবর পেয়ে সারা পরিবারেই বয়ে গিয়েছিল আনন্দের জোয়ার। গর্ভাবস্থার তিন সপ্তাহের মধ্যে গর্ভপাত হয়ে যাওয়ায় সারা পরিবারই হতাশায় ভুগতে শুরু করে। চিন্তা বাড়ে অদিতিকে নিয়ে। গর্ভপাতের পর আবার কবে সন্তানের জন্য চেষ্টা করবে? অদৌ কী সন্তান ধারণে সক্ষম হবে এসব ভেবেই অবসাদে ভুগতে শুরু করে অদিতি। অদিতির মতো সমস্যা নতুন নয়। এরকম সমস্যায় অনেকেই ভোগেন? জেনে নিন কী করতে হবে?

Advertisement

হু-র নির্দেশিকা অনুযায়ী গর্ভপাত হওয়ার মাস ছয়েকের পর চেষ্টা করুন সন্তান ধারণে। তবে বেশি দেরি করবেন না। বেশির ভাগ চিকিত্সকদের মতে বেশি দেরি করলে সমস্যা আরও জটিল হয়। অনেক চিকিত্সকদের মতে যে সব মহিলা গর্ভপাতের দু’বছর পর সন্তান ধারণ করেছেন তাঁদের একটপিক প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা বেশি। অনেক মহিলার আবার কম ওজনের প্রি-ম্যাচিউর শিশু জন্মায়।

চিকিত্সকদের মতে গর্ভপাতের পর হবু মায়ের জরায়ুকেও প্রস্তুত হতে সময় দিতে হবে। না হলে আবারও গর্ভপাত হওয়ার সম্ভাবনা।

Advertisement

গর্ভপাত হলে অনেকে মহিলাই মানসিক অবসাদে ভোগেন। চিকিত্সকদের মতে এই সময় মানসিক ভাবে খুশি থাকা একান্তই জরুরি।

হবু মায়ের শরীর এবং মনের খেয়াল রাখা জরুরি।

চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চলুন। নিজে নিজে কিছু করতে যাবেন না।

চিকিত্সকদের মতে আপনার বয়স ৩৫ বছরের বেশি হলে এবং আপনি যদি ধূমপায়ী হন তবে এখনই সাবধান হন না হলে আবারও গর্ভপাত হওয়ার সম্ভাবনা।

এই সংক্রান্ত আরও খবর...

• বন্ধ্যাকরণের পরেও সম্ভব সন্তান লাভ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement