ATK

এটিকে-মোহনবাগান জোটের সভা আজ

আইএসএল চ্যাম্পিয়ন এটিকে ও আই লিগজয়ী মোহনবাগান গাঁটছড়া বাঁধার পরেই জল্পনা শুরু হয়, নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক কী হবে তা নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২০ ০৭:২৬
Share:

প্রতীকী ছবি।

সংযুক্তিকরণের পরে আজ, শুক্রবার দুপুরে প্রথমবার বৈঠকে বসছেন এটিকে-মোহনবাগানের কর্তারা। করোনা অতিমারির জেরে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই ভবিষ্যতের রূপরেখা প্রস্তুত করবেন তাঁরা। থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

Advertisement

আইএসএল চ্যাম্পিয়ন এটিকে ও আই লিগজয়ী মোহনবাগান গাঁটছড়া বাঁধার পরেই জল্পনা শুরু হয়, নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক কী হবে তা নিয়ে। শুক্রবারের বৈঠকে এই তিনটি বিষয় নিয়েই মূলত আলোচনা হবে। মোহনবাগান সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে ঘরের মাঠে সবুজ-মেরুন জার্সি পরেই রয় কৃষ্ণদের খেলার সম্ভাবনা প্রবল বলে সূত্রের খবর। বাইরের মাঠে তাঁরা খেলতে পারেন এটিকের লাল-সাদা জার্সি পরে। নতুন ক্লাবের নাম কী হবে? আশি শতাংশ মালিকানা এটিকের। বাকি কুড়ি শতাংশের অংশীদার মোহনবাগান। ওয়াকিবহাল মহলের মতে, এটিকে-মোহনবাগান নাম হওয়ার সম্ভাবনা রয়েছে।

অতীতে এটিকের চেয়ে অনেক কম অংশীদারিত্ব থাকা সংস্থার নামও মোহনবাগান বা ইস্টবেঙ্গলের আগে বসেছে। তাই অনেকেরই মনে হচ্ছে, এ বারে এটিকে-মোহনবাগান নাম হলে অবাক হওয়ার থাকবে না। নতুন ক্লাবের প্রতীক নিয়েও চর্চা তুঙ্গে। মোহনবাগানের প্রতীক পালতোলা নৌকো। এটিকের বাঘ। সূত্রের খবর, নতুন ক্লাবের জার্সিতে দু’টো প্রতীকই রাখা হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন