গড়াপেটায় দশ বছর জেল

ক্রিকেটকে গড়াপেটামুক্ত করতে লোকসভায় নতুন বিল-এর প্রস্তাব অনুরাগ ঠাকুরের। বোর্ড সচিব ও সাংসদ অনুরাগের আনা ‘ন্যাশনাল স্পোর্টস এথিকস কমিশন’ বিলে কোনও খেলোয়াড় গড়াপেটা করলে ১০ বছর জেলের সুপারিশ করা হয়েছে। বলেছেন, ‘‘এর বিরুদ্ধে লড়তে কড়া আইন থাকা খুব জরুরি।’’

Advertisement
শেষ আপডেট: ০২ মে ২০১৬ ০১:৫৬
Share:

ক্রিকেটকে গড়াপেটামুক্ত করতে লোকসভায় নতুন বিল-এর প্রস্তাব অনুরাগ ঠাকুরের। বোর্ড সচিব ও সাংসদ অনুরাগের আনা ‘ন্যাশনাল স্পোর্টস এথিকস কমিশন’ বিলে কোনও খেলোয়াড় গড়াপেটা করলে ১০ বছর জেলের সুপারিশ করা হয়েছে। বলেছেন, ‘‘এর বিরুদ্ধে লড়তে কড়া আইন থাকা খুব জরুরি।’’ বিল পাশ হলে গড়াপেটায় দোষীর জেলের পাশাপাশি ঘুষ নেওয়া অর্থের পাঁচ গুন জরিমানা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement