ডে’ভিলিয়ার্সের শততম টেস্ট বেঙ্গালুরুতেই

সব কিছু ঠিকঠাক চললে আগামী নভেম্বরেই বেঙ্গালুরুতে নিজের শততম টেস্ট খেলতে নামবেন এবি ডে’ভিলিয়ার্স। মাস দুয়েক পরেই ভারতের বিরুদ্ধে ঠাসা ক্রিকেটসূচি রয়েছে দক্ষিণ আফ্রিকার। সোমবার সেই সফরের দিনক্ষণই যৌথ ভাবে প্রকাশ করল বিসিসিআই এবং দক্ষিণ আফ্রিকা বোর্ড (সিএসএ)। ডে’ভিলিয়ার্সের রেকর্ড ছাড়াও দু’দেশের মধ্যে এই প্রথম চার টেস্টের সিরিজ হতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০৩:০৬
Share:

ডে’ভিলিয়ার্স। —ফাইল চিত্র।

সব কিছু ঠিকঠাক চললে আগামী নভেম্বরেই বেঙ্গালুরুতে নিজের শততম টেস্ট খেলতে নামবেন এবি ডে’ভিলিয়ার্স। মাস দুয়েক পরেই ভারতের বিরুদ্ধে ঠাসা ক্রিকেটসূচি রয়েছে দক্ষিণ আফ্রিকার। সোমবার সেই সফরের দিনক্ষণই যৌথ ভাবে প্রকাশ করল বিসিসিআই এবং দক্ষিণ আফ্রিকা বোর্ড (সিএসএ)। ডে’ভিলিয়ার্সের রেকর্ড ছাড়াও দু’দেশের মধ্যে এই প্রথম চার টেস্টের সিরিজ হতে চলেছে।

Advertisement

ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দীর্ঘ সফরও হবে এটি। ৭২ দিন ধরে চলা এই সফরে তিনটি টি-টোয়েন্টি ছাড়াও পাঁচটি ওয়ান ডে এবং চারটি টেস্ট হবে বলে জানানো হয়েছে।

ক্রিকেটসূচি প্রকাশের পর সিএসএ-র চিফ এগ্‌জিকিইটিভ হারুন লোর্গাট বলেন, “এই প্রথম ভারতের মাটিতে তাদেরই বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলব আমরা। এ ছাড়া, টেস্ট আঙিনায় পা রাখার পর প্রথম বার ভারতের বিরুদ্ধে আমাদের চার টেস্টের সিরিজ হবে।”

Advertisement

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের ঘরের ছেলে এবি-র শততম টেস্ট পড়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এর আগে ২০০০ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে এখানেই টেস্ট সিরিজ খোয়াতে হয়েছিল ভারতকে। ফলে ‘সেকেন্ড হোম’-এ এবি-র শততম টেস্টে আরও কয়েকটি রেকর্ডের আশা করতেই পারেন তাঁর ভক্তরা।

সবিস্তারে ক্রীড়াসূচি

২৯ সেপ্টেম্বর, নয়াদিল্লি- প্রথম টি-টোয়েন্টি ট্যুর ম্যাচ

২ অক্টোবর, ধর্মশালা- প্রথম টি-টোয়েন্টি

৫ অক্টোবর, কটক- দ্বিতীয় টি-টোয়েন্টি

৮ অক্টোবর, কলকাতা- তৃতীয় টি-টোয়েন্টি

১১ অক্টোবর, কানপুর- প্রথম ওয়ান ডে

১৪ অক্টোবর, ইনদওর- দ্বিতীয় ওয়ান ডে

১৮ অক্টোবর, রাজকোট- তৃতীয় ওয়ান ডে

২২ অক্টোবর, চেন্নাই- চতুর্থ ওয়ান ডে

২৫ অক্টোবর, মুম্বই- পঞ্চম ওয়ান ডে

৩০ অক্টোবর, মুম্বই- ২ দিনের ট্যুর ম্যাচ

৫ নভেম্বর, মোহালি- প্রথম টেস্ট ম্যাচ

১৮ নভেম্বর, বেঙ্গালুরু- দ্বিতীয় টেস্ট ম্যাচ

২৫ নভেম্বর, নাগপুর- তৃতীয় টেস্ট ম্যাচ

৩ ডিসেম্বর, নয়াদিল্লি- চতুর্থ টেস্ট ম্যাচ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement