Lewis Hamilton

Lewis Hamilton: বাবার প্রাণ বাঁচাতে হ্যামিল্টনের দ্বারস্থ আহমেদ

এই মুহূর্তে কারাগারে মৃত্যুর অপেক্ষায় থাকা বাবাকে বাঁচাতে সাত বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের দ্বারস্থ হল বারো বছরের আহমেদ। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ০৭:৩৩
Share:

লুইস হ্যামিল্টন। ফাইল চিত্র।

বাহরিনে গণতন্ত্রের দাবিতে বাড়তে থাকা আন্দোলনকে সমর্থন করায় জন্য আট বছর আগে গ্রেফতার হয়েছিলেন মহম্মদ রামাধান। তাঁর মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। এই মুহূর্তে কারাগারে মৃত্যুর অপেক্ষায় থাকা বাবাকে বাঁচাতে সাত বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের দ্বারস্থ হল বারো বছরের আহমেদ। ব্রিটিশ ফর্মুলা ওয়ান কিংবদন্তি যে ৪৪ নম্বর মার্সিডিজ় গাড়ি চালান, তার ছবি এঁকে আহমেদ লিখেছে, ‘‘স্যর লুইস, আরও একটা ফর্মুলা ওয়ান। যেখানে আমার নির্দোষ বাবা মৃত্যুর দিন গুনছেন। দয়া করে সাহায্য করুন। বাবাকে মুক্তি দিন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement