বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি

মোহালি থেকে সরানো হল ১৫ পাক ক্রিকেটারের ছবি

রবিবার পিসিএ-র কোষাধ্যক্ষ অজয় ত্যাগী জানিয়েছেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘‘পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা দেশ জুড়ে যে প্রতিবাদের জোয়ার উঠেছে, পিসিএ-ও তার পাশে রয়েছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২২
Share:

পদক্ষেপ: মোহালি স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা সেই সব ছবি। টুইটার

প্রতিবাদ অব্যাহত। মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার (সিসিআই) পরে এ বার পঞ্জাব ক্রিকেট সংস্থাও (পিসিএ) সরিয়ে দিল পাকিস্তান ক্রিকেটারদের ছবি। মোহালি স্টেডিয়ামে এত দিন যা সাজানো ছিল।

Advertisement

রবিবার পিসিএ-র কোষাধ্যক্ষ অজয় ত্যাগী জানিয়েছেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘‘পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা দেশ জুড়ে যে প্রতিবাদের জোয়ার উঠেছে, পিসিএ-ও তার পাশে রয়েছে।’’

মোহালি স্টেডিয়ামের রিসেপশন, লং রুম এবং ‘হল অফ ফেম এরিয়া’ মিলিয়ে ১৫ পাকিস্তান ক্রিকেটারের ছবি লাগানো ছিল। সেগুলি সরিয়ে ফেলা হয়। ত্যাগী জানিয়েছেন, যে পনেরোটি ছবি সরানো হয়েছে, তার মধ্যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ছবিও রয়েছে। সরানো হয়েছে শাহিদ আফ্রিদি, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রমের ছবিও।

Advertisement

এ দিকে, শনিবার সিসিআই প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের ছবি ঢেকে দেওয়ার পরে রবিবার দাবি করেছে, আসন্ন বিশ্বকাপে ভারত-পাক ম্যাচও বাতিল করা হোক। সিসিআই সচিব সুরেশ বাফনা বলেছেন, ‘‘এই নৃশংস ঘটনা নিয়ে অবশ্যই বক্তব্য পেশ করা উচিত ছিল পাক প্রধানমন্ত্রীর। তিনি যদি এটা বিশ্বাস করে থাকেন যে, এই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই, তা হলে সেটা প্রকাশ্যে বলা উচিত ছিল ইমরানের। সাধারণ মানুষও সত্য জানতে পারতেন। কিন্তু তিনি যখন নীরবতা বজায় রেখে ওই ঘটনা নিয়ে কোনও বিবৃতি দিলেন না, তা থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছে যে, এর মধ্যে অন্য কোনও সম্ভাবনা হয়তো লুকিয়ে রয়েছে।’’

সেখানেই থেমে থাকেননি সিসিআই সচিব বাফনা। তিনি দাবি করেছেন, এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা উচিত নয় ভারতের। সেই ম্যাচ বয়কট করা হোক। সঙ্গে এও বলেছেন, ‘‘আপাতত ইমরান খানের ছবিকে আমরা ঢেকে দিয়েছি। ভবিষ্যতে সেই ছবি সরিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে দ্রুত আরও একটি বৈঠক ডাকা হবে।’’ আরও বলেন, ‘‘হতে পারে সিসিআই ক্রীড়া প্রতিষ্ঠান। কিন্তু খেলাধুলোর চেয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে আমরা দায়বদ্ধ।’’

এ দিকে, ভারতীয় দলের ওপেনার শিখর ধওয়ন নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। রবিবার এক ভিডিয়ো-বার্তায় তিনি বলেছেন, ‘‘তিন দিন আগে সন্ত্রাসবাদী হামলায় জওয়ানদের নিহত হওয়ার ঘটনা দেশের কাছে বিরাট এক ধাক্কা। জওয়ানদের পরিবারগুলির যে ক্ষতি হল তা আমরা কোনও দিন, কোনও অবস্থাতে পূরণ করতে পারব না। আমি ঠিক করেছি, ওই পরিবারগুলিকে আর্থিক ভাবে সহায়তা করব। যে ভাবে সম্ভব, তাদের পাশে থাকব।’’

এ দিকে, পুলওয়ামার ঘটনার প্রতিবাদ জানিয়ে চলতি পাকিস্তান প্রিমিয়ার লিগের টিভি প্রযোজনার দায়িত্ব থেকে সরে দাঁড়াল আইএমজি রিলায়্যান্স সংস্থা (আইএমজিআর)। তারাই একমাত্র প্রযোজনা সংস্থা ছিল বলে আপাতত পিএসএলের কোনও ম্যাচই টিভিতে দেখা যাবে না। এ খবর এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের আগে ভারতে পিএসএল সম্প্রচারকারী সংস্থা ‘ডি স্পোর্টস’ও জানিয়ে দেয়, তারা খেলা দেখাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন