গোয়ার পনেরো পয়েন্ট কাটা হচ্ছে না

গোয়ার পনেরো পয়েন্ট কাটা হচ্ছে নানিজস্ব সংবাদদাতা: আইএসএল-থ্রি-তে গোয়ার খেলার রাস্তা খুলে দেওয়া হল।নজিরবিহীন জরিমানা অনেকটা কমিয়ে দেওয়ার পাশাপাশি শুক্রবার কার্যত গোয়া টিমের সব শাস্তিই মুকুব করে দিল আইএসএলের অ্যাপিল কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০৪:১৯
Share:

আইএসএল-থ্রি-তে গোয়ার খেলার রাস্তা খুলে দেওয়া হল।

Advertisement

নজিরবিহীন জরিমানা অনেকটা কমিয়ে দেওয়ার পাশাপাশি শুক্রবার কার্যত গোয়া টিমের সব শাস্তিই মুকুব করে দিল আইএসএলের অ্যাপিল কমিটি। জরিমানার টাকার অঙ্ক কমিয়ে ১১কোটি থেকে করা হল ৬ কোটি।

আইএসএল শুরুর আগেই গোয়ার অগ্রিম ১৫ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি যেমন বাতিল করা হয়েছে, তেমন টিমের দুই প্রধান কর্তার নির্বাসনও তুলে নেওয়া হয়েছে। আইএসএল-টু ফাইনালে হেরে যাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছিল গোয়া। সেই সঙ্গে মাঠের ঝামেলাকে কেন্দ্র করে চেন্নাইয়ান এফসি-র মার্কি ব্রাজিলিয়ান এলানোর বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করেছিলেন গোয়ার কর্তারা। সব মিলিয়ে আইএসএলের শৃঙ্খলারক্ষা কমিটি গোয়া এবং টিমের দুই কর্তাকে কঠিন শাস্তি দেয়। যার বিরুদ্ধে পাল্টা সরব হয় গোয়া। তাদের যুক্তি ছিল, টুর্নামেন্ট শুরুর আগেই যদি ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়, তা হলে সেই টুর্নামেন্ট খেলার মানে কী হবে! শেষ পর্যন্ত সমঝোতার রাস্তাতেই হাঁটল আইএসএল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement