India beat Bew Zealand

ঘরের মাঠে ২৫০তম টেস্ট জিতে সিরিজ জয় ভারতের

আবার শীর্ষে ভারত। তাও আবার ইডেনে। আর এর মধ্যেই ঘরের মাঠে যখন একজন ম্যাচের সেরা হলেন তখন বল হাতে বাজিমাত আর একজনের। ভারতের হোম গ্রাউন্ডের ২৫০তম টেস্টের ইতিহাসে লেখা থাকল কলকাতার নামও। যেখানে সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষ স্থান ফিরে পেল ভারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ১৮:১২
Share:

ইডেনে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের। থবি: রয়টার্স।

ভারত ৩১৬ ও ২৬৩

Advertisement

নিউজিল্যান্ড ২০৪ ও ১৯৭ (৮১.১ ওভার)

১৭৮ রানে জয়ী ভারত

Advertisement

আবার শীর্ষে ভারত। তাও আবার ইডেনে। আর এর মধ্যেই ঘরের মাঠে যখন একজন ম্যাচের সেরা হলেন তখন বল হাতে বাজিমাত আর একজনের। ভারতের হোম গ্রাউন্ডের ২৫০তম টেস্টের ইতিহাসে লেখা থাকল কলকাতার নামও। যেখানে সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষ স্থান ফিরে পেল ভারত। দুই ইনিংসে পরে নেমে ভারতের ব্যাটিংয়ের হাল ধরে ম্যাচের সেরা হলেন বাংলার উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। দুই ইনিংসেই ঋদ্ধিমানের রান অপরাজিত ৫৪ ও ৫৮। আর বল হাতে দুই ইনিংস মিলে আর এক বাংলার ছেলের শিকার ছয় উইকেট।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহালি। চেতেশ্বর পূজারার ৮৭, অজিঙ্ক রাহানের ৭৭ ও ঋদ্ধিমান সাহার ৫৪ রানের সুবাদে ৩১৬ রানে প্রথম ইনিংস শেষ করেছিল ভারত। তবে এই রান যথেষ্ট ছিল না বড় লিড নেওয়ার জন্য। তখনই দায়িত্ব এসে পরে বোলারদের উপর। যাতে সফল ভারতীয় বোলিং। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ২০৪ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। তাঁদের কোনও ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরিও ছুঁতে পারেননি। ভুবনেশ্বর কুমারের পাঁচ উইকেট ও মহম্মদ সামির তিন উইকেটেই ধরাশায়ী নিউজিল্যান্ড।

ভাল জায়গায় থেকেও দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল করতে পারেনি ভারত। দুই ওপেনার শিখর ধবন (১৭) ও মুরলী বিজয় (৭) দ্রুত আউট হয়ে গেলে বিরাট কোহালির ৪৫ কিছুটা ভরসা দিলেও চেতেশ্বর পূজারা (৪) ও অজিঙ্ক রাহানেও (১) পর পর ফিরে যান প্যাভেলিয়নে। তখনই জ্বলে ওঠে রোহিত শর্মার ব্যাট (৮২)। তাঁকে যোগ্য সঙ্গত ঋদ্ধিমান সাহার (৫৮)। চতুর্থ দিন সকালে ২৬৩ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল নিউজিল্যান্ড। দুই ওপেনার লাথাম (৭৪) ও গাপ্তিল (২৪) ভীতটা তৈরি করেই দিয়েছিলেন। কিন্তু এর পর রোঁচি (৩২) ছা়ড়া আর কেউই দাঁড়াতে পারেননি ভারতের বোলিংয়ের সামনে।

চতুর্থ দিনের ম্যাচের সময় শেষ হওয়ার আগেই ১৯৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। তিনটি করে উইকেট নেন মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। একটি উিকেট ভুবনেশ্বর কুমারের। এদিন বল হাতে সফল ভারতের সব বোলাররাই। তিন ম্যাচের সিরিজ ২-০তে এগিয়ে সিরিজ জিতে নিল ভারত। ৫০০তম টেস্টের পর ঘরের মাঠে ২৫০তম টেস্ট জিতে টেস্ট র‌্যাঙ্কিংয়েও শীর্ষে পৌঁছে গেল ভারত।

আরও খবর

পাকিস্তানকে পিছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement