নরোভাইরাস-এ আক্রান্ত বতসোয়ানার স্প্রিন্টার ইসাক ম্যাকওয়ালা।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্র্যাকের থেকেও ট্র্যাকের বাইরের লড়াই বড় হয়ে উঠল বিশ্বের সেরা অ্যাথলিটদের। অন্ততপক্ষে ৩০ জন অ্যাথলিট ‘নরোভাইরাস’-এ আক্রান্ত। ব্রিটেন এবং আয়ারল্যান্ডে যা প্রায়ই দেখা যায়।
এই রোগে পেট ব্যাথা, বমি, ডাইরিয়ায় আক্রান্ত হতে দেখা যায় রোগীকে। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে বতসোয়ানার স্প্রিন্টার ইসাক ম্যাকওয়ালা ৪০০ মিটারের ফাইনাল থেকে নাম তুলে নিয়েছেন। সোমবার ২০০ মিটারের প্রথম রাউন্ড থেকেও একই কারণে নাম তুলে নেন তিনি। শোনা যাচ্ছিল মঙ্গলবার ৪০০ মিটারে তিনি নামবেন। কিন্তু আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, ‘‘অসুস্থতার কারণে ইসাক সরে দাঁড়াচ্ছেন।’’
পাবলিক হেলথ ইংল্যান্ড-এর (পিএইচই) পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে নরোভাইরাস এর প্রকোপ দেখা গিয়েছে অ্যাথলিটদের মধ্যে। পিএইচই-র তরফে আরও জানানো হয়েছে ৩০ জন অ্যাথলিট ও সাপোর্ট স্টাফ অসুস্থ। যার মধ্যে দু’জনের অসুস্থতা নরোভাইরাসের জন্য বলে প্রমাণ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: চাপেকোয়েনসের নিহত ফুটবলারদের শ্রদ্ধাজ্ঞাপন বার্সার
রোগের আক্রমণ ঠেকাতে আয়োজকরা অ্যাথলিটরা যে হোটেলে উঠেছেন সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। হোটেলে কী ভাবে এই রোগ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে সেই পরামর্শ দিচ্ছে পিএইচই। সাধারণত এই রোগে আক্রান্ত কোনও ব্যক্তির সংস্পর্শে আসলে বা দূষিত কোনও বস্তু স্পর্শ করলে এই রোগ ছড়ায়। অবশ্য নরোভাইরাসের প্রভাব মারাত্মক জায়গায় পৌঁছতে খুব কমই দেখা যায়। আক্রান্ত রোগী দু’এক দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে অনেক সময়।
তা হলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নরোভাইরাস আতঙ্ক ঠেকানো যাচ্ছে না। রোগের দ্রুত ছড়িয়ে পড়াটা আটকানো আন্তর্জাতিক ফেডারেশনের কাছে তাই আর এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।