Cricket

মাঠেও দুরন্ত, ব্যবসাতেও দারুণ সফল এই ভারতীয় ক্রিকেটাররা

বাইশ গজে সফল। আবার মাঠের বাইরে অন্য পিচও সফল। এমন ক্রিকেটারের সংখ্যা খুব বেশি নয়। তবে অনেক ক্রিকেটারই এখন শুরু করছেন ব্যবসা। নিচ্ছেন নানা রকমের উদ্যোগ। এই সদ্য যেমন মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ে এমনই এক উদ্যোগে লগ্নী করেছেন। শুধু বর্তমান ক্রিকেটাররাই নন, প্রাক্তনরাও লগ্নী করছেন নানা বাণিজ্যিক উদ্যোগে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ১২:৩৪
Share:
০১ ০৬

বাইশ গজে সফল। আবার মাঠের বাইরে অন্য পিচও সফল। এমন ক্রিকেটারের সংখ্যা খুব বেশি নয়। তবে অনেক ক্রিকেটারই এখন শুরু করছেন ব্যবসা। নিচ্ছেন নানা রকমের উদ্যোগ। এই সদ্য যেমন মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ে এমনই এক উদ্যোগে লগ্নী করেছেন। শুধু বর্তমান ক্রিকেটাররাই নন, প্রাক্তনরাও লগ্নী করছেন নানা বাণিজ্যিক উদ্যোগে।

০২ ০৬

এখন মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৮২ কোটি টাকা। ভবিষ্যতে তা ১৪০ শতাংশ বাড়বে বলে ধারণা। নানা ব্যবসায় লগ্নী করেছেন বিরাট কোহালি। চিজেল নামে বেশ কয়েকটি জিম, শিশুদের ফিটনেস সমস্যা সারাতে স্টেপাথলন কিডস নামে সংস্থা, আইএসএলে লগ্নী, প্রযুক্তি সংস্থা স্পোর্টস কনভো, ই-কমার্স ফ্যাশন ব্র্যান্ড, সবেতেই আছেন।

Advertisement
০৩ ০৬

২০১২ সালে লগ্নিতে হাতেখড়ি। এখন নানা ব্যবসায় জড়িয়ে। যার মধ্যে ফিটনেস সংক্রান্ত উদ্যোগ, ফুটওয়্যার ব্র্যান্ড রয়েছে। আইএসএলের চেন্নাইয়িন এফসি-তেও লগ্নী রয়েছে। মাহি রেসিং টিম-এর অন্যতম মালিক। ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি করদাতা মহেন্দ্র সিং ধোনি। কর দিয়েছেন ১২.১৭ কোটি টাকা। তিন বছর আগেই সম্পত্তি ছিল ৭৬৪ কোটি টাকা।

০৪ ০৬

কোহালি, ধোনির মতো আইএসএলে দল রয়েছে সচিন তেন্ডুলকরেরও। কেরালা ব্লাস্টার্সের তিনি অন্যতম মালিক। এছাড়া প্রযুক্তি, ট্র্যাভেল পোর্টাল, হেলথকেয়ার, ফিটনেস প্রোডাক্টস, সবেতেই জড়িয়ে আছেন মাস্টার ব্লাস্টার। আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত আছেন ৪৫ বছর বয়সি কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার। খুলেছেন রেস্তোরাঁও।

০৫ ০৬

লগ্নিতে হাতেখড়ি খেলাধূলার ই-কমার্স স্টোর স্পোর্টস৩৬৫.ইনে বিনিযোগের মাধ্যমে। ক্যানসার আক্রান্তদের সাহায্যের জন্য খুলেছেন ইউউইক্যান নামে সংস্থা। লগ্নি করেছেন আরও অনেক সংস্থায়। সেগুলো হল ভিমো, মোভো, ব্ল্যাক উইথ অরেঞ্জ, কার্টিসান, হিদিয়ান্স, এডুকার্ট, স্পোর্টিবিনস। যুবরাজ সিংয়ের কাছে বিনিযোগ হল শিল্পের মতো।

০৬ ০৬

ক্রিকেট ছাড়ার পর মজার মজার সব মন্তব্যের জন্য রীতিমতো জনপ্রিয় বীরেন্দ্র সেহবাগ। কিন্তু অনেকেরই জানা নেই যে ২০০৬ সালে দিল্লির মোতি নগরে রেস্তোরাঁ খুলেছিলেন বীরু। নাম ছিল ‘সহবাগ’স ফেভারিটস’। এরপর হরিয়ানায় আন্তর্জাতিক স্কুল চালু করেন। যাতে ক্রীড়া ও পড়াশোনার মেলবন্ধন ঘটেছে। গত কয়েক বছরে আরও লগ্নি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement