51 Years Old becomes

একান্নয় বাজিমাত মুকেশের

প্যানাসনিক ওপেন গল্ফ জিতে এশীয় ট্যুরে নজির গড়লেন ভারতের মুকেশ কুমার। একান্ন বছর বয়সে এশীয় ট্যুরের সবচেয়ে বেশি বয়সি চ্যাম্পিয়ন। যিনি বলেছেন, ‘‘এই দিনটার জন্য বত্রিশ বছর অপেক্ষা করেছি। এর তাৎপর্যই আলাদা! এর আগে ঘরোয়া ট্যুরে ১২৩টা ট্রফি জিতলেও এই জয়ের অনুভূতি একেবারে আলাদা।’’

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:০২
Share:

দিল্লি গল্ফ ক্লাবে ট্রফি নিয়ে মুকেশ। রবিবার। ছবি: পিটিআই

প্যানাসনিক ওপেন গল্ফ জিতে এশীয় ট্যুরে নজির গড়লেন ভারতের মুকেশ কুমার। একান্ন বছর বয়সে এশীয় ট্যুরের সবচেয়ে বেশি বয়সি চ্যাম্পিয়ন। যিনি বলেছেন, ‘‘এই দিনটার জন্য বত্রিশ বছর অপেক্ষা করেছি। এর তাৎপর্যই আলাদা! এর আগে ঘরোয়া ট্যুরে ১২৩টা ট্রফি জিতলেও এই জয়ের অনুভূতি একেবারে আলাদা।’’ খারাপ আবহাওয়ায় টুর্নামেন্ট কাটছাঁট করে তিন রাউন্ডের হয়। শেষ রাউন্ডে দুই-আন্ডার ৭০ স্কোর মুকেশের। মোট ১০-আন্ডার ২০৬। যা তাঁর প্রথম এশীয় ট্যুর খেতাব নিশ্চিত করল। পুরস্কারে জিতলেন বাহাত্তর হাজার মার্কিন ডলার। জীব মিলখা সিংহ টুইট করেন, ‘‘মুকেশকে দেখে আমাদের শেখা উচিত। খেলার প্রতি সৎ থাকার পুরস্কারটা ও একান্ন বছর বয়সে পেল। ওয়েল ডান!’’ ভারতীয় পেশাদার ট্যুরে ১২৩টি খেতাব জয়ী মুকেশের থেকে এক শটে পিছিয়ে থেকে যুগ্ম দ্বিতীয় হলেন জ্যোতি রণধাওয়া ও রশিদ খান। রণধাওয়া বলেন, ‘‘ঘরোয়া ট্যুরে এত দিন খেলার পর প্রথম একটা আন্তর্জাতিক ট্রফি জিতল। হ্যাটস অফ!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন