রিওর টিকিট বিন্দ্রার

ভারতের একমাত্র ব্যক্তিগত অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা ২০১৬ রিও অলিম্পিকে নিজের পদকজয়ী ইভেন্টে ফের নামার যোগ্যতা অর্জন করে ফেললেন। বৃহস্পতিবারই মিউনিখে এই ভারতীয় শ্যুটার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে ৬২৭.৫ পয়েন্ট করে পরের বছরের অলিম্পিকে নামা নিশ্চিত করেন।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০৩:১০
Share:

ভারতের একমাত্র ব্যক্তিগত অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা ২০১৬ রিও অলিম্পিকে নিজের পদকজয়ী ইভেন্টে ফের নামার যোগ্যতা অর্জন করে ফেললেন। বৃহস্পতিবারই মিউনিখে এই ভারতীয় শ্যুটার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে ৬২৭.৫ পয়েন্ট করে পরের বছরের অলিম্পিকে নামা নিশ্চিত করেন। এই ইভেন্টেই ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন বিন্দ্রা। তার দু’বছর আগে সোনা পেয়েছিলেন বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপেও। বিন্দ্রাকে নিয়ে এ যাবত চার জন ভারতীয় শ্যুটার রিও অলিম্পিকের টিকিট পেলেন। অন্য তিন— জিতু রাই, গগন নারাঙ্গ এবং অপূর্বি চাণ্ডিলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement